গত কয়েক বছর ধরে “স্ত্রীর গোশত খেতে পারবে স্বামী: সৌদির গ্র্যান্ড মুফতি” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি আবার একই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘স্ত্রীর গোশত খেতে পারবে স্বামী’ শীর্ষক কোন ফতোয়া সৌদির গ্রান্ড মুফতি দেননি বরং ২০১৫ সালে মরক্কোর এক স্যাটায়ারিস্ট ব্লগার এক ওয়েবসাইটে ব্যাঙ্গাত্মক আকারে ভুয়া ফতোয়াটি সৌদির গ্রান্ড মুফতির নামে প্রচার করেছিল। পরবর্তীতে এটি সৌদির গ্রান্ড মুফতির বক্তব্য দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
মূলত, ২০১৫ সালে মরক্কোর এক স্যাটায়ারিস্ট ব্লগার এক ওয়েবসাইটে ব্যাঙ্গাত্মক আকারে সৌদি গ্রান্ড মুফতির নামে এই ফতোয়াটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। সেসময় থেকেই পরবর্তীতে সৌদি গ্রান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ এর দেয়া ফতোয়া হিসেবে ‘স্ত্রীর গোশত খেতে পারবেন স্বামী’ শীর্ষক ভুয়া ফতোয়াটি প্রচার হয়ে আসছে।
উল্লেখ্য, পূর্বেও একই দাবি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।