মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

ছবিটি বঙ্গবন্ধু স্যাটেলাইটের নয়

চলতি শিক্ষাবর্ষের নবম শ্রেণির গণিত বইয়ের ব্যাক কাভারে বঙ্গবন্ধু স্যাটেলাইট দাবিতে স্যাটেলাইটের একটি ছবি ছাপানো হয়েছে। দেখুন এখানে।

একই ছবিকে সরকারের সংস্থা কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজের ওয়েবসাইটে ২০১৮ সালের একটি সংবাদে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ছবি বলে দাবি করেছে। দেখুন এখানে। 

জাতীয় দৈনিক ‘প্রথম আলো’ উক্ত ওয়েবসাইটের বরাতে আজ একটি খবরে একই ছবিকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ছবি বলে দাবি করেছে। দেখুন এখানে।

বঙ্গবন্ধু স্যাটেলাই

একই দাবিতে গণমাধ্যমটির ফেসবুক পোস্ট দেখুন এখানে এবং এক্স পোস্ট দেখুন এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি বঙ্গবন্ধু স্যাটেলাইট এর প্রকৃত ছবি নয় বরং এটি ২০০৫ সালে প্রকাশিত একটি স্যাটেলাইটের ডিজাইনের স্টক ইমেজ সম্পাদনার মাধ্যমে তৈরিকৃত ছবি।

মূলত, ২০১৪ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ওপর একটি প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে একজন সাংবাদিক ইন্টারনেট থেকে একটি স্যাটেলাইট এর ছবি সংগ্রহ করে সেখানে বাংলাদেশের পতাকা এডিট করে যুক্ত করে। সেই প্রতিবেদনে উক্ত ছবিটি প্রতীকী ছবি হিসেবে ব্যবহার করা হলেও পরবর্তীতে অন্যান্য গণমাধ্যমেও উক্ত ছবিটি বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ছবি হিসেবে প্রচারিত হওয়ার ফলে একটা সময় এই এডিটেড ছবিটি বঙ্গবন্ধু স্যাটেলাইট এর প্রকৃত ছবি হিসেবে ইন্টারনেটসহ বিভিন্ন মাধ্যমে পরিচিত পায়।

উল্লেখ্য, পূর্বেও প্রায় একই দাবি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img