সম্প্রতি, “হযরত আদম আঃ এর রওজা মোবারক মুসলিম হলে শেয়ার করুন” শীর্ষক শিরোনামে একটি সুদীর্ঘ কবরের ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে।
টিকটকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি হযরত আদম (আঃ) কবর মোবারকের নয় বরং এটি ওমানে অবস্থিত হযরত ইমরান এর কবর মোবারকের ছবি।
মূলত, প্রচারিত ভিডিওতে থাকা কবরটি হযরত ইমরান এর, যা ওমানের সালালাহ শহরে অবস্থিত। বিষয়টি নিয়ে ওমানের রাষ্ট্রীয় মালিকানাধীন চ্যানেল ওমান টিভির ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ১২ আগস্টে “Tomb of the Prophet Imran | #fromSalalah | Saturday 11 August 2018” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওমানে অবস্থিত হযরত ইমরান এর কবর মোবারকের দৃশ্যকে বর্তমানে হযরত আদম (আঃ) এর কবর দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, হযরত আদম (আঃ) এর কবরের অবস্থান নিয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না এবং বিভিন্ন ইসলামিক বিশারদদের মত অনুযায়ী ‘হযরত আদম (আঃ) এর কবরের স্থান নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে তবে এই নিয়ে কোন সুস্পষ্ট প্রমাণ, দিক-নির্দেশনা, কিতাবে উল্লেখ নেই’।
অর্থাৎ, হযরত ইমরান এর সমাধিস্তম্ভের দৃশ্যকে বর্তমানে হযরত আদম (আঃ) এর কবর দাবিতে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।