আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে সবার আগে কে অফিশিয়াল ফেসবুক পেজ খুলেছিল?

‘সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতি: বাংলাদেশে ফেসবুকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যবহারকারীদের যোগাযোগের প্রবণতা অন্বেষণ’ শীর্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাঈদ আল-জামানের প্রকাশিত একটি গবেষণার বরাতে গত ২০ নভেম্বর দেশীয় গণমাধ্যম আজকের পত্রিকায় একটি প্রতিবেদন  প্রকাশিত হয়েছে। আজকের পত্রিকা তাদের প্রতিবেদনে ঐ গবেষণার সূত্রে উল্লেখ করেছে, “আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামী—এই তিন দলের মধ্যে সবার আগে ফেসবুক পেজ খুলেছিল আওয়ামী লীগ, ২০১৩ সালের ৩০ আগস্ট। জামায়াতের পেজটি খোলা হয় ২০১৪ সালের ২০ জুন এবং বিএনপি ফেসবুকে পেজ খোলে ২০১৯ সালের ১৩ জুন। বিএনপি সবার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হলেও দলটির পেজ জনপ্রিয় হয়েছে খুব দ্রুত।”

আওয়ামী লীগ

আজকের পত্রিকার ই-পেপারে প্রকাশিত প্রতিবেদনটি দেখুন এখানে। 

পরবর্তীতে অনুসন্ধানে “Social media politics uncovered: exploring user engagement with political parties on Facebook in Bangladesh” শিরোনামে প্রকাশিত গবেষণাপত্রটি খুঁজে পাওয়া যায় এবং সেখানে উপরোক্ত তথ্যটি যেভাবে লেখা হয় তা নিম্নরূপ, 

“Among the three parties mentioned, the oldest Jamaat page was established on 20 June 2014. Conversely, BAL’s Facebook page was created more recently on 30 August 2013. However, BNP’s page  is relatively new, launched on  13  June 2019.”

গবেষণাপত্র এবং এর ওপর প্রকাশিত প্রতিবেদন পর্যবেক্ষণ করে দেখা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতে ইসলামীর বর্তমানের যে তিনটি ভেরিফাইড অফিশিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই তিনটি পেজ বিশ্লেষণ করে এ গবেষণাটি করা হয়েছে। উল্লেখিত তিন দলের বর্তমান অফিশিয়াল ফেসবুক পেজগুলোর মধ্যে আওয়ামী লীগের পেজ সবার আগে খোলা হয়েছে। তবে এখানে কেবল দলগুলোর বর্তমান পেজ বিবেচনা করা হয়েছে, কোনো দলের পূর্বে আরও কোনো অফিশিয়াল পেজ থাকতে পারে কিনা সে বিষয়টি বিবেচনা করা হয়নি এবং সেটির উল্লেখও করা হয়নি। এটি বিবেচনায় না আনার ফলে দল তিনটির মধ্যে সবার আগে আওয়ামী লীগ ফেসবুক পেজ খুলেছে এবং বিএনপি সবার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়েছে শীর্ষক ভুল তথ্য প্রতিবেদনে থেকে গেছে।

বিএনপি কবে প্রথম অফিশিয়াল ফেসবুক পেজ খুলে?

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বর্তমান যে অফিশিয়াল ফেসবুক পেজটি রয়েছে সেটি ২০১৯ সালের ১৩ জুন খোলা হয়, যা গবেষণাপত্র এবং সংবাদ প্রতিবেদনেও লেখা হয়েছে। তবে এটি তাদের প্রথম অফিশিয়াল ফেসবুক পেজ নয়। তাই এটির ভিত্তিতে প্রতিবেদনে বিএনপি সবার শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়েছে এমনটা বলার সুযোগ নেই।

অনুসন্ধানে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর ভোরের কাগজে “বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে বিএনপির সেসময়কার অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ হ্যাক হওয়ার বিষয়ে জানা যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়,  “বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ www.facebook.com/bnpbd.org হ্যাক হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ বৃহস্পতিবার বিকেলে দলটির সহ-দফতর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।”

যেহেতু বিএনপির বর্তমান ভেরিফাইড ফেসবুক পেজটি ২০১৯ সালের ১৩ জুন চালু করা হয়, সেহেতু ২০১৮ সালের ২৬ ডিসেম্বর বিএনপির যে ভেরিফাইড পেজটি হ্যাক হয়, সেটি বর্তমান পেজের আগে তাদের অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ ছিল তা সহজেই অনুমেয়।

Screenshot : Creation date of BNP’s current official page

তবে, ভোরের কাগজে বিএনপির হ্যাক হওয়া সেই ফেসবুক পেজের যে লিংক যুক্ত করা হয়েছে সেটি ব্রাউজ করলে বিএনপির বর্তমান ফেসবুক পেজ প্রদর্শিত হয়। বিএনপির পূর্বের পেজ এবং বর্তমান পেজের ইউজারনেম একই সেট করার কারণে মূলত এমনটা হয়েছে। 

২০১৮ সালের ২৬ ডিসেম্বর দিবাগত রাত অর্থাৎ ২৭ ডিসেম্বর রাত ৩টার দিকে হ্যাক হওয়ার প্রায় ৪৪ ঘন্টার মধ্যে বিএনপির তখনকার ভেরিফাইড পেজটি উদ্ধার হয়। পরবর্তীতে ২০১৯ সালের ১৩ জুন পুরোনো পেজটি বাদ দিয়ে একটি নতুন ভেরিফাইড পেজ খোলা হয় এবং পূর্বের পেজটির নাম ও ইউজারনেম পরিবর্তন করে পূর্বের পেজের ইউজারনেম (bnpbd.org) নতুন পেজের জন্য সেট করা হয়। 

পরবর্তী অনুসন্ধানে, বিএনপির সেই পুরোনো ফেসবুক পেজটি খুঁজে পাওয়া যায়, যার বর্তমান নাম Bangladesh National Media, যার ইউজারনেম bangladeshnationalmedia এবং পেজ লিংক www.facebook.com/bangladeshnationalmedia। পেজটি ২০১৯ সালের জুনের পর আর বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে না। পেজের ট্রান্সপারেন্সি সেকশন থেকে দেখা যায়, পেজটি ২০১১ সালের ৩০ এপ্রিল  Bangladesh Nationalist Party – BNP নামে প্রথম তৈরি করা হয়। ২০১৯ সালের ২৩ জুন নতুন পেজ চালু করার পর ২০১৯ সালের ২১ জুন পেজটির নাম প্রথম পরিবর্তন করা হয় এবং পরবর্তীতে একাধিকবার নাম পরিবর্তনের পর পেজটি বর্তমানে Bangladesh National Media নামে রয়েছে। 

Screenshot : Page transparency of BNP’s old page

যেভাবে নিশ্চিত হওয়া গেল এটিই সেই পেজ

এটিই যে বিএনপির পূর্বের সেই ভেরিফাইড ফেসবুক পেজ তা একাধিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও, পূর্বের ঐ পেজের ইউজারনেমও যে bnpbd.org ছিল, যা পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া গেছে। 

অনুসন্ধানে ২০১৮ সালের ২২ ডিসেম্বরের একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়, যেখানে ঐ পেজে ২০১৮ সালের নির্বাচন নিয়ে তরুণ ভোটারদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের একটি ভিডিওর পোস্ট লিংক সমেত শেয়ার করা হয়। ঐ লিংকে ক্লিক করলে তা ঐ পেজেই নিয়ে যায় এবং এখানে ঐ পেজের পূর্বের ইউজারনেমও bnpbd.org থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
ঐ পোস্টটির লিংক : https://www.facebook.com/bnpbd.org/videos/2267567969944829/

Screenshot from Facebook 

২০১৮ সালের ২৫ ডিসেম্বরের দ্য ডেইলি স্টারের একটি পোস্টে বিএনপির ফেসবুক পেজ মেনশন পাওয়া যায়, ঐ মেনশনে Bangladesh Nationalist Party -BNP এর ওপর ক্লিক করলে তা Bangladesh National Media পেজে নিয়ে যায়। 

Screenshot : The Daily Star 

২০১৮ সালের ২৬ ডিসেম্বর বিএনপির ফেসবুক পেজ হ্যাক হওয়ার পর গণমাধ্যমগুলোর সংবাদে ঐ ফেসবুক পেজের যে স্ক্রিনশট পাওয়া যায়, সেই স্ক্রিনশটের ছবিটি Bangladesh National Media পেজে এখনও রয়েছে,  যা ২০১৮ সালের নির্বাচন উপলক্ষে ২০১৮ সালের ২২ ডিসেম্বর ঐ পেজে আপলোড করা হয়েছিল।

Collage by Rumor Scanner 

এছাড়াও আরো বিভিন্নভাবে Bangladesh National Media নামের এই পেজটি বিএনপির পূর্বের অফিশিয়াল ফেসবুক পেজ ছিল সে বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। 

অর্থাৎ,  বিএনপি প্রথম তাদের ফেসবুক পেজ খুলেছে ২০১১ সালের ৩০ এপ্রিল। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজটি খোলা হয় ২০১৪ সালের ২০ জুন। অপরদিকে আওয়ামী লীগ তাদের অফিশিয়াল ফেসবুক পেজ Bangladesh Awami League খুলেছে ২০১৩ সালের ৩০ আগস্ট। এর পূর্বে আওয়ামী লীগের Bangladesh Awami League নামে অফিশিয়াল কোনো ফেসবুক পেজ পাওয়া যায়নি। এর পূর্ব থেকে আওয়ামী লীগের নামে কিছু ফ্যানপেজ থাকলেও সেগুলো অফিশিয়াল ছিল না। ২০১৩ সালের ২৫ ডিসেম্বর আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা একটি প্রেস বিজ্ঞপ্তি থেকেও এমনটাই জানা যায়।

Screenshot : Bangladesh Awami League FB post

সুতরাং, আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতে ইসলামী এই তিন দলের মধ্যে আওয়ামী লীগ নয়, বিএনপি সবার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়েছে। 

তথ্যসূত্র

  1. Rumor Scanner’s Analysis 
  2. বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড 

আরও পড়ুন

spot_img