‘দুদকের মামলায় গ্রেপ্তার ডঃ জোবায়দা’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১২ লক্ষ বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দুদকের দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে গ্রেফতার করা হয়নি বরং, গত ২৮ মে দুদকের মামলায় সাজা থেকে জোবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। প্রকৃতপক্ষে, তিনটি ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিওর খণ্ডিত অংশ জোড়া লাগিয়ে জোবাইদা রহমানকে গ্রেফতারের বানোয়াট দাবির ভিডিওটি তৈরি করা হয়েছে।
ফুটেজ যাচাই- ১
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওর প্রথম ফুটেজটিতে থাকা বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম চ্যানেল২৪ এর লোগোর সূত্র ধরে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যমটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৩ এপ্রিল ‘জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা চলবে: আপিল বিভাগ | BNP | Zubaida Rahman | Tareq Rahman | Channel 24’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি শুরু থেকে ৫ সেকেন্ড অংশের হুবহু মিল রয়েছে।

পরবর্তীতে এ বিষয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২২ সালের ১৩ এপ্রিল “জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের দুর্নীতির মামলার বিচার চলবে বলে আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশও দেওয়া হয়েছিল।
ফুটেজ যাচাই- ২
ভিডিও মধ্যবর্তী অংশে থাকা ফুটেজটির কিছু কি ফ্রেম রিভার্স সার্চ করে এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৮ জুলাই ‘কেঁচো খুড়তে বেরিয়ে এলো সাপ! বাসায় ৮০ লাখ টাকা! সিলেটের ডিআইজি প্রিজন গ্রেপ্তার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি মিল রয়েছে।

পরবর্তীতে এ বিষয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ২০১৯ সালের ২৯ জুলাই “বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধার: ডিআইজি পার্থ কারাগারে” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, “২৯ জুলাই (২০১৯) রাজধানীতে বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সিলেটের বর্তমান ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগে ২৮ জুলাই (২০১৯) ধানমন্ডির উত্তর গ্রিণ রোডে পার্থ গোপাল বণিকের নিজ ফ্ল্যাট থেকে ৮০লাখ টাকা উদ্ধার করা হয়।”
ফুটেজ যাচাই- ৩
ভিডিওর শেষ অংশে থাকা ফুটেজটির কিছু কি ফ্রেম রিভার্স সার্চ করে সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারী ‘শুধু টাকা আর টাকা! | ৫ সিন্দুকে মিললো ২৬ কোটি টাকা! | Casino | Somoy TV’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি মিল রয়েছে।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে দ্য ডেইলি স্টার বাংলার ওয়েবসাইটে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারী “এনু-রুপনের বাসা থেকে নগদ ২৬.৫৫ কোটি, এফডিআর ৫.১৫ কোটি, ১ কেজি সোনা উদ্ধার” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০ সালে সিআইডির হাতে গ্রেফতার হওয়া আওয়ামী লীগের সাবেক নেতা ও ক্যাসিনো সহোদর এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ওয়ারীর বাসা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নগদ ২৬ কোটি ৫৫ লাখ টাকা, ৫ কোটি ১৫ লাখ টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজ, ১ কেজি সোনা, বৈদেশিক মুদ্রা ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছিল।
এছাড়া, ডা. জোবাইদাকে গ্রেফতার দাবির ভিডিওটি গত ১২ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হলেও এর পরবর্তীতে সময়ে ডা. জোবায়দা রহমানকে প্রকাশ্যে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেখা যায়।
উল্লেখ্য, গত ২৮ মে দুদকের মামলায় সাজা থেকে খালাস পান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান। ৫ ই জুন ডা. জোবাইদা লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সুতরাং, ডা. জোবাইদা রহমানকে গ্রেফতার করা হয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Channel24 – জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা চলবে: আপিল বিভাগ
Somoy TV – শুধু টাকা আর টাকা! | ৫ সিন্দুকে মিললো ২৬ কোটি টাকা!