জহির রায়হানকে নিয়ে বঙ্গবন্ধুর মন্তব্য দাবিতে ইত্তেফাক এর সংবাদের ছবি এডিট করে প্রচার 

গত বছর থেকেই ‘জহির রায়হান গুম হয়নি, বাড়ি থেকে পালিয়েছে- শেখ মুজিব’ শিরোনাম সম্বলিত দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি ছবি ইন্টারনেটে প্রচারিত হচ্ছিল। সম্প্রতি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ছবিটি আবারও ভাইরাল হয়েছে।

বঙ্গবন্ধুর মন্তব্য

২০২৩ সালে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।   

সম্প্রতি উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, আলোচিত শিরোনামে দৈনিক ইত্তেফাক এ কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি। বরং, ১৯৭১ সালের ১৮ মার্চ তারিখের দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি খবরকে বিকৃত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০২১ সালের ১৮ মার্চ দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া গেছে। এই প্রতিবেদনে ১৯৭১ সালের ১৮ মার্চ পত্রিকাটির একটি সংখ্যার গুরুত্ব ও বিষয়বস্তু নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে, এবং সেই সংখ্যার একটি ছবিও সংযুক্ত করা হয়েছে। এই ছবির সাথে বর্তমানে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পত্রিকার ছবির উল্লেখযোগ্য মিল দেখা যাচ্ছে। তবে, মূল পত্রিকায় শিরোনাম ছিল ‘লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে – শেখ মুজিব’ এবং সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবিও ব্যবহার করা হয়েছিল। কিন্তু ভাইরাল ছবিটিতে শিরোনাম পরিবর্তন করে ‘জহির রায়হান গুম হননি, বাড়ি থেকে পালিয়েছেন – শেখ মুজিব’ করা হয়েছে, এবং সেখানে জহির রায়হানের ছবি যোগ করা হয়েছে। শিরোনাম এবং ছবির এই দুটি পরিবর্তন ছাড়া বাকি বিষয়বস্তু পুরোপুরি মিল রয়েছে।

Comparison: Rumor Scanner.

আমরা পুরোনো পত্রিকার অনলাইন সংরক্ষণাগার সংগ্রামের নোটবুক ওয়েবসাইট থেকে ১৯৭১ সালের ১৮ মার্চ তারিখের ইত্তেফাক পত্রিকার মূল সংস্করণ খুঁজে পেয়েছি এবং সেখানেও একই বিষয় দেখতে পেয়েছি।

এছাড়া অন্য কোনো বিশ্বাসযোগ্য সূত্রেও শেখ মুজিবুর রহমানের এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ‘জহির রায়হান গুম হয়নি, বাড়ি থেকে পালিয়েছে- শেখ মুজিব’ শিরোনামে দৈনিক ইত্তেফাক এর নামে প্রচারিত প্রতিবেদনের ছবিটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img