পুলিশের লাথিতে যুবকের মৃত্যুর পুরোনো খবর প্রচার

সম্প্রতি, “গোপনাঙ্গে পুলিশের লাথিতে যুবকের মৃত্যু” শীর্ষক শিরোনামে একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, গোপনাঙ্গে পু্লিশের লাথিতে যুবকের মৃত্যুর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং ঘটনাটি ২০২২ সালের ১৪ই এপ্রিল লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ঘটেছিলো।

ফেসবুকের নিজস্ব মনিটরিং টুলস ব্যবহার করে ১৮ই জানুয়ারি দুপুর ২ টা ২৭ মিনিটে ‘বাঙ্গালাদেশ প্রতিদিন (নিউজ)’ নামক একটি ফেসবুকে গ্রুপে ‘আজকের খবর’ নামক একটি ফেসবুক পেইজ থেকে “ঘুষ দিতে রাজি না হওয়ার গোপনাঙ্গে লাথি মেরে যুবকে মেরে ফেলে পুলিশ…… “ শীর্ষক ক্যাপশনে পোস্টকৃত wdnews6.com নামক অখ্যাত একটি অনলাইন পোর্টালের লিংক (আর্কাইভ) সর্বপ্রথম খুঁজে পাওয়া যায়। 

Screenshot from bangladesh protidin facebook group.

লিংকটিতে প্রবেশ করলে শিরোনামের সঙ্গে সম্পর্কিত কোনো খবর পাওয়া যায় না বরং, “Our thoughts and prayers are with Willie Nelson during this difficult times…” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়।

Screenshot from WD news6

একই শিরোনামে বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোকে প্রচারিত সংবাদ লিংকগুলোতে প্রবেশ করলে কিছু পাওয়া যায় না।

কি-ওয়ার্ড সার্চে, দেশের প্রথম সারির দৈনিক পত্রিকা ‘মানবকন্ঠ’ এর অনলাইন সংস্করণে ১৫ই এপ্রিল ২০২২ তারিখে “গোপনাঙ্গে লাথিতে যুবকের মৃত্যু, সেই এসআই বরখাস্ত” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from daily manakantha

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের ১৪ই এপ্রিল নববর্ষ উপলক্ষে মহেন্দ্রনগর বাংলাবাজার এলাকায় আয়োজিত মেলাকে ঘিরে রাতে জুয়ার আসর বসলে গোপন খবরে সেখানে অভিযান চালিয়ে রবিউলসহ দু’জনকে আটক করে পুলিশ। সে সময় রবিউল জুয়া খেলেনি দাবি করে পুলিশভ্যানে উঠতে আপত্তি জানান। কাটাকাটি ও একপর্যায়ে মারধর করে ও জোর করে টেনে তাকে পুলিশভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। মারধরের সময় লাথি মারা হয় রবিউলের গোপনাঙ্গে। যে আঘাতে পরবর্তীতে মৃত্যু হয় রবিউলের।

পরবর্তীতে, দেশীয় অনলাইন সংবাদ মাধ্যম News Bangla 24.com এ ১৫ই এপ্রিল ২০২২ তারিখে “গোপনাঙ্গে লাথিতে যুবকের মৃত্যু, সেই এসআই ক্লোজড” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ খুঁজে পাওয়া যায়।

Screenshot from News Bangla 24.com

প্রতিবেদনটি থেকে মানবকন্ঠের অনুরূপ তথ্য পাওয়া যায়।

মূলত, ২০২২ সালের ১৪ ই এপ্রিল লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় নববর্ষ উপলক্ষে আয়োজিত মেলায় জুয়ার আসর চলছে এমন খবরে গোপন অভিযান চালায় স্থানীয় পুলিশ। রবিউল নামের এক যুবকসহ আরও দু’জন করে আটক করে পুলিশ। এসময় জুয়া খেলেনি দাবি করে রবিউল পুলিশ ভ্যানে উঠতে না চাইলে পুলিশের সাথে কটাকাটির এক পর্যায়ে পুলিশ তাকে মারধর করে ভ্যানে তোলে। মারধরের সময় হালিম নামের একজন এসআই তার গোপনাঙ্গে লাথি মারে এবং পরবর্তীতে ঐ আঘাতে মৃত্যু হয় রবিউল নামের ঐ যুবকের। ২০২২ সালে ঘটা এই ঘটনাটির শিরোনাম ব্যবহার করে অপ্রাসঙ্গিকভাবে নতুন খবর প্রচার হিসেবে করছে কিছু অখ্যাত অনলাইন পোর্টাল ও মূলধারার গণমাধ্যমের নাম ব্যবহার করে খোলা ফেইক ফেসবুক গ্রুপগুলোতে।

সুতরাং, গোপানাঙ্গে পুলিশের লাথিতে যুবকের মৃত্যুর এক বছর পুরোনো খবরের শিরোনাম ব্যবহার করে নতুন খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img