সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, পাকিস্তানে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের৷ বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধা দিয়েছে পাকিস্তান।

উক্ত দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তানে প্রবেশ করতে বাংলাদেশিদের ভিসা লাগবে না শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, বাংলাদেশসহ ১২৬টি দেশের জন্য ভিসা ফি মওকুফ করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে পাকিস্তানি সংবাদমাধ্যম Ary News এ ২৫ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গালফ বা উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশের জন্য পাকিস্তান ভিসামুক্ত প্রবেশের সুবিধা প্রদান করেছে৷ উক্ত ছয়টি দেশ হলো: বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। উক্ত প্রতিবেদনে বাংলাদেশিদের ভিসামুক্ত প্রবেশের সুবিধার বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে গত ১৩ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার নতুন একটি ভিসা নীতি উন্মোচন করেছেন৷ এই নীতির আওতায় ১২৬টি দেশের জন্য ভিসা ফি বাতিল করা হয়েছে এবং আবেদন প্রক্রিয়াকে সহজতর করা হয়েছে। তাছাড়া, তিনি জানান উপসাগরীয় দেশগুলোর নাগরিকরা কেবলমাত্র পাসপোর্ট দিয়েই পাকিস্তানে পৌঁছে ভিসা (অন অ্যারাইভাল) নিতে পারবেন। অর্থাৎ, উক্ত প্রতিবেদনেও বলা হয়েছে ভিসামুক্ত প্রবেশের সুবিধা উপসাগরীয় অঞ্চলের নাগরিকরা পাবেন। বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি।
অধিকতর অনুসন্ধানে এ বিষয়ে পাকিস্তানের অন্য আরেকটি সংবাদমাধ্যম জিও নিউজে গত ১৩ আগস্ট তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়৷
ভ্রমণ আনুষ্ঠানিকতা, ভিসা, ই-ভিসা সেবা সম্পর্কে তথ্য প্রদানকারী প্ল্যাটফর্ম ভিসাস নিউজেও গত ১৩ আগস্ট প্রকাশিত এই বিষয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়৷ প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৪ আগস্ট থেকে ১২৬ টি দেশের নাগরিকরা পাকিস্তানের ভিসা আবেদন করতে ভিসা ফি লাগবে না, আবেদন প্রক্রিয়া সহজতর করা হয়েছে এবং ২৪ ঘন্টা সময়ের মধ্যেই ভিসা নেওয়া সম্ভব। গালফ বা উপসাগরীয় দেশগুলোর (সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান এবং কাতার) নাগরিকরা কেবল পাসপোর্ট দেখিয়ে পাকিস্তানে পৌঁছে ভিসা নিতে পারবেন। যে ১২৬ টি দেশ এবং টেরিটোরির জন্য ভিসা ফি বাতিল করা হয়েছে তার তালিকাও প্রতিবেদনটিতে পাওয়া যায় যেখানে বাংলাদেশের নামও পাওয়া যায়। অর্থাৎ, বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাতিল করা হলেও ভিসা ছাড়া পাকিস্তানে পৌঁছানোর সুবিধা দেওয়া হয়নি।
অতঃপর, পাকিস্তানের ভিসা পোর্টাল ভিজিট করলে সেখানে ১২৬ টি দেশের তালিকা পাওয়া যায় যাদের জন্য ভিসা Prior to Approval প্রযোজ্য অর্থাৎ, পাকিস্তানে পৌঁছার আগেই যাদের ভিসা নিতে হবে। উক্ত তালিকায় বাংলাদেশের নাম দেখা যায়। অর্থাৎ, বাংলাদেশি নাগরিকদের পাকিস্তানে পৌঁছানোর আগেই ভিসা নিতে হবে। উক্ত একই তালিকায় ব্যতিক্রম হিসেবে উপসাগরীয় ৬টি দেশকে উল্লেখ করে বলা হয়, সেসব দেশের নাগরিকদের জন্য পাকিস্তানে পৌঁছার পূর্বেই ভিসা নেওয়া জরুরি নয়৷ উক্ত ব্যতিক্রমে বাংলাদেশকে উল্লেখ করা হয়নি।
তাছাড়া, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত বছরের ১৫ নভেম্বর তারিখে হালনাগাদ অনুযায়ী, পাসপোর্টের ধরণের উপর ভিত্তি করে এমন ৪৬টি দেশের নাম উল্লেখ করা হয়, যাদের সাথে পাকিস্তানের ভিসা বাতিল বা অব্যাহতি চুক্তি আছে৷ উক্ত তালিকাতেও বাংলাদেশের নাম নেই।
রিউমর স্ক্যানার অনুসন্ধানে লক্ষ্য করে, আলোচিত দাবিটি গতকাল থেকে ফের আলোচনায় এসেছে। এর সূত্র হিসেবে কিছু কিছু সংবাদমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফের সৌজন্য সাক্ষাতের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির বিষয়ে উল্লেখ করা হয়৷ এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস রিলিজ পড়লে দেখা যায়, ভিসা নয় বরং ভিসা ফি বাতিলের কথা উল্লেখ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, (বিজ্ঞপ্তিতে) শুরুতে ভিসা লাগবে না এমন তথ্য দেওয়া হয়েছিল। পরে সংশোধন করা হয়েছে। (পাকিস্তানে যেতে) ভিসা ফি লাগবে না। তবে ভিসা লাগবে।
সুতরাং, ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা পাকিস্তানে যেতে পারবে শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Ary News – Visa-free entry, great news for travelers from Gulf countries (Automatically translated)
- The Express Tribune – Government announces simplified visa policy for 126 countries
- Geo News – Visa fee for 126 countries waived under new policy: information minister
- Visas News – Pakistan: free visa for citizens of 126 countries
- Govt of Pakistan, Ministry of Interior – List of Countries for Visa Prior to Arrival
- Ministry Of Foreign affairs, Govt of Pakistan – List of countries with whom pakistan has visa abolition / exemption agreements
- Rumor Scanner’s own analysis