বাংলাদেশের নয়, নাচের অনুশীলন থেকে নারীকে অপহরণের ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের

সম্প্রতি ‘ধর্ষণের উদ্দ্যেশ্যে নাচের ক্লাস থেকে প্রকাশ্যে এক নারীকে অপহরণ করা হয়েছে’ দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। 

প্রচারিত পোস্টগুলোতে ‘বিএনপি’র জামাতের ক্যাডাররা নাচের ক্লাস থেকে প্রকাশ্যে নারীকে অপহরণ – ইউনূসের শাসন!!!!’, ‘ধর্ষণের জন্য নাচের ক্লাস থেকে প্রকাশ্যে নারীকে তুলে নিয়ে যাচ্ছে ইউনূসের সন্ত্রাস বাহিনী…’ ইত্যাদি ক্যাপশন ব্যবহারের মাধ্যমে ঘটনাটি বাংলাদেশে ঘটেছে ইঙ্গিত করা হয়েছে। এছাড়া, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ড. ইউনূসের কথিত সন্ত্রাসী বাহিনী অপহরণটি করেছে বলে দাবি করা হয়। অন্যদিকে, বিএনপি-জামায়াতের কর্মীরা উক্ত কাজটি করেছে বলেও কিছু পোস্টে দাবি করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নারীকে নাচের ক্লাস থেকে অপহরণের ঘটনাটি বাংলাদেশে ঘটেনি এবং অপহরণটির সাথে বিএনপি কিংবা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো কর্মী জড়িত নয়। প্রকৃতপক্ষে, ভারতের মধ্যপ্রদেশে পারিবারিক বিরোধের সূত্রে এক নারীকে তার পরিবারের লোকজন অপহরণ করার ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম সি নিউজ ভারতের মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের আঞ্চলিক ইউটিউব চ্যানেলে গত ২১ সেপ্টেম্বর প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি শর্টস খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ভারতের মধ্যপ্রদেশের মান্দসৌরে ‘গারবা’ নৃত্যের অনুশীলন থেকে এক নারীকে অপহরণ করা হয়। এটি সে ঘটনার দৃশ্য। 

উক্ত সূত্র ধরে আরেক ভারতীয় গণমাধ্যম দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের ইউটিউব চ্যানেলে গত ২২ সেপ্টেম্বর ‘MP family abducts estranged woman at gunpoint from Garba session’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। 

ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ভারতের মধ্যপ্রদেশের মান্দসৌরের ভাবসার ধর্মশালায় ‘গারবা’ নৃত্যের অনুশীলন থেকে এক নারীকে অপহরণ করা হয়। ওই নারীর পরিবারের সাতজন সদস্য ধর্মশালায় পৌঁছে তাকে জনসমক্ষে টেনে নিয়ে যায় এবং আশেপাশের লোকজনকে ভয় দেখানোর জন্য একটি পিস্তল ব্যবহার করে।

এই পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে যা পরবর্তীতে ভাইরাল হয়। ঘটনাটি ঘটার কয়েক ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্তদের  গ্রেপ্তার করে এবং ভুক্তভোগীকে উদ্ধার করে। সেই সাথে ঘটনায় ব্যবহৃত একটি খেলনা পিস্তল এবং গাড়ি জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, এটি একটি পারিবারিক বিরোধের বিষয়৷ ২৩ বছর বয়সী ভুক্তভোগী নারী তার স্বামীর মদ্যপানের অভ্যাস এবং শারীরিক নির্যাতনের কারণে তার স্বামীর থেকে আলাদা থাকছিলেন। ওই রাজস্থান থেকে এক যুবকের সাথে মান্দসৌরে এসেছিলেন এবং গত কয়েক মাস ধরে এই এলাকায় লিভ-ইনে বসবাস করছিলেন। তিনি ইতিমধ্যেই বিবাহিত এবং পরিবার থেকে দূরে থাকার সিদ্ধান্ত তার আত্মীয়দের ক্ষুব্ধ করে তুলেছিল।

পরবর্তীতে, ভারতীয় গণমাধ্যম এনডি টিভির ওয়েবসাইটে গত ২২ সেপ্টেম্বর ‘On Camera, Madhya Pradesh Woman Practising Garba Kidnapped By Family Over Marital Dispute’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। 

সুতরাং, ভারতের এক নারীকে অপহরণের ঘটনাকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অপহরণের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img