সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে। এই বন্যাকবলিত এলাকাগুলোর করুণ চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।
এর মধ্যে বন্যার পানিতে বিয়ে করেছেন এক দম্পতি- শীর্ষক দাবিতে দুইটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত ছবিগুলো যুক্ত ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বন্যার পানিতে দম্পতির বিয়ের ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয় বরং, এগুলো ২০২০ সালে পটুয়াখালীতে মো. মহিউদ্দিন ফকির নামে এক ব্যক্তির গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি।
অনুসন্ধানে যুগান্তরের ওয়েবসাইটে ২০২০ সালের ২৪ আগস্ট “জোয়ারের পানিতে ছাত্রলীগ নেতার গায়ে হলুদ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এছাড়া একই তারিখে জাগোনিউজ২৪ এর ওয়েবসাইটে একই শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনগুলোতে থাকা ছবিগুলোর সাথে আলোচিত ছবিগুলোর মিল রয়েছে।

প্রতিবেদনগুলো থেকে জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ফকির ২০২০ সালের ২২ আগস্ট জোয়ারের পানিতে বাড়ির উঠানে চেয়ার পেতে তার গায়ে হলুদের আয়োজন করেন। আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি সেই সময়কার।
সুতরাং, ২০২০ সালে বন্যার পানিতে গায়ে হলুদ অনুষ্ঠানের ছবিকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Jugantor- জোয়ারের পানিতে ছাত্রলীগ নেতার গায়ে হলুদ
- Jago News24- জোয়ারের পানিতে ছাত্রলীগ নেতার গায়ে হলুদ
- Rumor Scanner’s Own Analysis