সম্প্রতি, অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পানির ঢলে ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চল বন্যা কবলিত হয়েছে। এরই মাঝে দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। এর প্রেক্ষিতে ফেনীতে বিল্ডিংয়ের সিঁড়িতে পানি উঠে গেছে- শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভবনের সিঁড়িতে পানি উঠে যাওয়ার দৃশ্যটি চলমান বন্যায় ফেনীর কোনো স্থানের নয় বরং, ভিন্ন স্থানের পুরোনো ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে ‘Angel yt 586’ নামক একটি ইউটিউব চ্যানেলে গত ১০ আগস্ট প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।
উক্ত ভিডিওর ক্যাপশনে উক্ত স্থানটিকে পাকিস্তানের একটি কারখানা বলে দাবি করা হয়েছে।
এছাড়া, “chipnsalt77” নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ১৮ মে একই ভিডিও প্রচার হতে দেখা যায়।
অর্থাৎ, ভিডিওটি কোনো স্থানের এটা নিশ্চিত হওয়া না গেলেও এটি নিশ্চিত যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হওয়া বন্যার নয়।
সুতরাং, ভিন্ন স্থানের পুরোনো ভিডিওকে ফেনীতে বন্যার পানি ভবনের সিঁড়িতে উঠে যাওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Angel yt 586- Youtube
- chipnsalt77- Instagram Post
- Rumor Scanner’s Own Analysis