নুরুল হক নুরের ছবির সাথে মদের বোতল এডিট করে প্রচার

সম্প্রতি, “হাজ্বী সাহেবের সামনে এগুলো কিসের বোতল?” শিরোনামে ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের একটি ছবি ফেসবুকে প্রচার করা হয়েছে৷ যেখানে নুরুল হক নুরের সামনে মদের বোতল দেখা যায়। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে,এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ এখানে, এখানে, এখানে,এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মদের বোতল সম্বলিত গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের এই ছবিটি এডিটেড। মূলত নুরুল হক নুরের একটি ছবিতে মদের বোতল সংযুক্ত করে ছবিটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে নুরুল হক নুরের অফিশিয়াল ফেসবুক পেজ  Md. Nurul Haque এ গতকাল ১০ জানুয়ারি প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ‘ঝুঁকি না নিলে জীবনে সফল হওয়া যায় না।ঝুঁকি নাও হয় জিতবে,না হয় শিখবে।’ শিরোনামে ছবিটি প্রকাশ করেছিলেন নুরুল হক নুর।

আসল ছবি এবং এডিটেড ছবির পার্থক্য নিম্নরুপঃ

পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চ করার মাধ্যমে নুরুল হক নুরের ছবিতে যুক্ত করা মদের বোতলের ছবিটি The Knot নামের একটি ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়। 

ইন্টারনেট থেকে এই ছবি সংগ্রহ করেই মূলত নুরুল হক নুরের ছবিতে এডিট করে বসানো হয়েছে।

সুতরাং, নুরুল হক নুরের মদের বোতল সম্বলিত এই ছবিটি এডিটেড।

তথ্যসূ্ত্র

  1. Original photo uploaded by Nurul Haque Nur himself.
  2. Whiisky Bottle Photo

আরও পড়ুন

spot_img