বৃহস্পতিবার, মে 22, 2025

ইসরায়েলে দাবানলের সাম্প্রতিক দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ছবি প্রচার 

চলতি বছরের ২৩ এপ্রিল ইসরায়েলের নানা এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে। পরবর্তীতে গত ৩০ এপ্রিলে ইসরায়েলে আবারও ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, প্রচারিত ছবিটি সম্প্রতি দাবানলে পুড়তে থাকা ইসরায়েলের দৃশ্য। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ভয়াবহ দাবানলের দৃশ্যের নয় বরং, ইসরায়েলে দাবানল শুরু হওয়ার অন্তত তিন মাস আগ থেকেই আলোচিত ছবিটি অনলাইনে প্রচার হয়ে আসছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘Abdalla Eltamr’ নামের কনটেন্ট নির্মাণকারী একটি ফেসবুক পেজে গত ১১ জানুয়ারিতে ‘America under attack’ শীর্ষক শিরোনামে প্রকাশিত পোস্টে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Image Comparison by Rumor Scanner 

এছাড়াও, গত ০৯ ও ১০ জানুয়ারিতে একাধিক ফেসবুকইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে আলোচিত ছবিটি প্রচার হতে দেখা যায়। 

অর্থাৎ, প্রচারিত দৃশ্যটি অন্তত গত জানুয়ারি থেকেই অনলাইনে বিদ্যমান। তবে, উক্ত ছবিটি ঠিক কবেকার এবং কোন অগ্নিকাণ্ডের ঘটনায় ধারণ করা তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে এটা নিশ্চিত যে, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ে ইসরায়েলে ভয়াবহ দাবানলের নয়। 

সুতরাং, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ভয়াবহ দাবানলের দৃশ্য দাবিতে দাবানল শুরুর অন্তত তিন মাস আগে থেকে ফেসবুকে বিদ্যমান ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

  • Abdalla Eltamr: Facebook Post 
  • Facebook Post: 01 
  • Instagram Post: 01 
  • The Times Of Israel: News 
  • Support The Gurdian: News  

আরও পড়ুন

spot_img