শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার দাবিতে পুরোনো ভিডিও প্রচার

গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে দেশত্যাগ করে ভারতে পাড়ি জমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি, ভারতে আশ্রিত শেখ হাসিনা বাংলাদেশে এসেছেন এবং তাকে স্বাগত জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনার দেশে ফেরার দাবিটি সঠিক নয় বরং, ২০২৪ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনার ভারত সফরে দিল্লি পৌঁছানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

মূলত, ২০২৪ সালের ২১ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোকসভা নির্বাচনে বিজয়ী বিজেপি নেতৃত্বাধীন জোট নতুন সরকার গঠনের পর ভারতে কোনো দেশের সরকার প্রধানের এটিই ছিল প্রথম দ্বিপক্ষীয় সফর। সে সময়ের ভিডিওই এটি যা সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার হচ্ছে। 

উল্লেখ্য, পূর্বেও একই ভিডিও ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় লাভের পর শেখ হাসিনার দেশে ফেরার ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় রিউমর স্ক্যানার টিম দাবিটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।

আরও পড়ুন

spot_img