৫ আগস্ট যশোরে এই ভবনে আগুনের ঘটনায় ২৭৫ জন নিহত হয়নি

গত ০৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সেদিন যশোরে বহুতল ভবনে আগুন দিয়ে ২৭৫ জনকে পুড়িয়ে হত্যা করে বিএনপি ও জামায়াতে ইসলামী শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভাইরাল ভিডিওটি দেখা হয়েছে ২ লক্ষ ৬৭ হাজার বার। ভিডিওটিতে ১৪ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ১হাজার ৬ শতবার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আগুন লাগা ভবনটি যশোর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন হোটেল জাবির ইন্টারন্যাশনাল এবং উক্ত ঘটনায় ২৭৫ নিহতের তথ্য সঠিক নয় বরং এই ঘটনায় ২৪ জনকে নিহতের তথ্য উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে। 

প্রাসঙ্গিক অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের ইউটিউব চ্যানেলে গত ৬ আগস্ট প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner

প্রতিবেদন থেকে জানা যায়, এই ভিডিওটি যশোর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন হোটেল জাবির ইন্টারন্যাশনালে আগুন লাগার।

পরবর্তী অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ৬ আগস্ট প্রকাশিত প্রতিবেদনের তথ্যমতে ৫ আগস্ট হোটেলটিতে অগ্নিসংযোগের ঘটনায় মোট ২৪ জন নিহত হয়।

জাতীয় দৈনিক সমকালের ওয়েবসাইটে গত ২০ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন  থেকে জানা যায়, ১৯ আগস্ট রাতে শাহীন চাকলাদারের চাচাতো ভাই যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদ চাকলাদার বাদী হয়ে কোতোয়ালি থানায় ২৪ জনকে হত্যার অভিযোগে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

জাতীয় দৈনিক ইত্তেফাকের আরেক প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

সুতরাং, ৫ আগস্ট যশোরের হোটেল জাবির ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগের ঘটনায় ২৪ জন নিহতের তথ্যকে ২৭৫ জন নিহতের দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img