২০২০ সালে স্কুল ভবন ধসে পড়ার ভিডিওকে সাম্প্রতিক বন্যার দৃশ্য দাবিতে প্রচার

সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এই বন্যাকবলিত এলাকাগুলোর করুণ চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। 

এরই প্রেক্ষিতে চলমান বন্যার পানিতে ভবন ধসে যাওয়ার দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

স্কুল ভবন ধসে পড়ার

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বন্যায় ভবন ধসে যাওয়ার এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং, এটি ২০২০ সালের জুলাইয়ে পদ্মা নদীর প্রবল স্রোতে মাদারীপুরের শিবচরে স্কুল ভবন ভবন তলিয়ে যাওয়ার দৃশ্য।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভবন ধসের ফুটেজটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেল ‘Jamuna TV’ তে ২০২০ সালেল ২৩ জুলাই ‘চোখের সামনে ধ্বসে পড়লো বন্যা দুর্গতদের আশ্রয়স্থল।’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর ফটেজের সাথে মিল পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

এছাড়া, একই ঘটনায় নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সাথে স্থানেও আলোচিত ভিডিওর হুবহু মিল না থাকলে ভিডিও বিশ্লেষণ করে এটি নিশ্চিত যে এটি একই স্থান থেকেই ধারণ করা হয়েছে। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০ সালে ২৩ জুলাই শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের নুরুদ্দিন মাদবরকান্দি এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়ের ভবনটি পদ্মা নদীর প্রবল স্রোতে বিলীন হয়ে যায়।

অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ভবনটি মাদারীপুর জেলাধীন শিবচর উপজেলার নুরুদ্দিন মাদবরকান্দি এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়ের ভবন, যা ২০২০ সালের জুলাই মাসে ধসে পড়ে।

সুতরাং, ২০২০ সালে র জুলাইয়ে পদ্মা নদীর প্রবল স্রোতে মাদারীপুরের শিবচরে ভবন তলিয়ে যাওয়ার দৃশ্যকে সাম্প্রতিক বন্যার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত

আরও পড়ুন

spot_img