সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট দেশ ছেড়েছে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে আওয়ামী লীগের প্রায় প্রায় ১৬ শাসনামলের অবসান ঘটে। ০৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা বানিয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে ময়মনসিংহ মহিলা আওয়ামী লীগের রাজপথে নামার দৃশ্য দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি আলোচিত দাবির সবচেয়ে ভাইরাল ভিডিওটি ৪ লক্ষ ২১ হাজার বার দেখা হয়েছে এবং ১৬ হাজার রিয়েকশন দেওয়া হয়েছে। এছাড়া, ১ হাজার ৭ শতবার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এটি শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে ময়মনসিংহ মহিলা আওয়ামী লীগ রাজপথে নামার কোনো ভিডিও নয় বরং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ময়মনসিংহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের আনন্দ মিছিলের ভিডিও এটি।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। ভিডিওতে লোকেশন হিসেবে ময়মনসিংহ এর নাম এবং জাতীয় দৈনিক সমকালের লোগো লক্ষ্য করা যায়।
উক্ত সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক সমকালের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৫ নভেম্বর “তপশিল ঘোষণার পর ময়মনসিংহে আওয়ামী লীগের আনন্দ মিছিল“ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। এছাড়া, উক্ত ভিডিওতে কোনো নারী কণ্ঠের কোনো ভয়েস ওভার শোনা যায়নি।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আনন্দ মিছিল করেছে ময়মনসিংহ আওয়ামী লীগ।
এছাড়া, একই তারিখে দৈনিক সমকালের ফেসবুক পেজেও একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, গত ০৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে ময়মনসিংহ মহিলা আওয়ামী লীগের রাজপথে কর্মসূচি পালনের কোনো তথ্য গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, গত বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ময়মনসিংহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের আনন্দ মিছিলের ভিডিও শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে ময়মনসিংহ মহিলা আওয়ামী লীগ রাজপথে নামার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Samakal – Youtube Video
- Samakal – Facebook Post