গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা হাসিনা সরকারের পতনের পর ০৬ আগস্ট চট্টগ্রামের রাউজানের ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যানের লাশ দাবিতে একটি ঝুলন্ত লাশের ভিডিও প্রচার করা হয়।
উক্ত দাবিতে ফেসবুক প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চট্টগ্রামের রাউজানের গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নয় বরং ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যানের ঝুলন্ত লাশের ভিডিও।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে গত ০৫ আগস্ট Jhenaidah TV – ঝিনাইদহ টিভি নামের ফেসবুক পেজে “আলোচিত হিরন চেয়ারম্যানের মৃতদেহ এখন পায়রা চত্বরে টানানো” শীর্ষক শিরোনামে
প্রচারিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে দেখানো ঝুলন্ত লাশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ঝুলন্ত লাশের দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত ঘটনায় মূলধারার গণমাধ্যম মানবজমিন গত ০৬ আগস্ট ‘ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা হিরনের লাশ ঝুলিয়ে রাখলো বিক্ষুব্ধ জনতা’ শিরোনামে একটি সংবাদ প্রচার করে। উক্ত সংবাদের বরাতে জানা যায়, গত ০৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এলাকার মানুষজন ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণের বাসা ঘেরাও করলে চেয়ারম্যান গুলি চালায় ও কমপক্ষে ২৫ জন আহত হয়। এতে সাধারণ জনতা ক্ষুব্ধ হয়ে তার বাড়িতে আগুন দেয় এবং সংঘর্ষে শহিদুল ইসলাম হিরণ মারা যায়। পরবর্তীতে, তার লাশ এলাকার পায়রা চত্বরে এনে ঝুলিয়ে রাখা হয়।
এছাড়াও, প্রচারিত দাবি অর্থাৎ চট্টগ্রামের রাউজানের ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফের মৃত্যুর বিষয়ে দেশের মূলধারার গণমাধ্যমে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যানের ভিডিও চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যানের ঝুলন্ত লাশের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Jhenaidah TV – ঝিনাইদহ টিভি: Facebook Live
- Manabzamin: ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা হিরনের লাশ ঝুলিয়ে রাখলো বিক্ষুব্ধ জনতা
- Rumor Scanner’s own analysis