সম্প্রতি, জামায়াতের মাওলানার সাথে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বিয়ের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বিয়ের কোনো ঘটনার নয় বরং, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে বন্যার্তদের জন্য দোয়া অনুষ্ঠান এবং ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভার মোনাজাত অংশের একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম এটিএন বাংলা এর ইউটিউব চ্যানেলে গত ৩১ আগস্ট ‘কোন হিংসা বিভেদ, দখলদারিত্ব থাকবে না : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যারিস্টার রুমিন ফারহানা। ATN Bangla’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটিতে প্রদর্শিত অনুষ্ঠানের ব্যানার থেকে জানা যায়, এটি মূলত ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ থেকে বন্যার্তদের জন্য দোয়া অনুষ্ঠান এবং ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভা।
ভিডিওতে রুমিন ফারহানা বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায় নেওয়া এবং আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের সমালোচনা করেন।
একই ঘটনায় আরেক বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম মাছরাঙা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বন্যার্তদের জন্য বিএনপি নেত্রী রুমিন ফারহানার দোয়া অনুষ্ঠানের মোনাজাত অংশের দৃশ্যকে জামায়াতের মাওলানার সাথে রুমিন ফারহানার বিয়ের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- ATN Bangla News: ‘কোন হিংসা বিভেদ, দখলদারিত্ব থাকবে না : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যারিস্টার রুমিন ফারহানা। ATN Bangla
- Maasranga News: শেখ হাসিনার জায়গা বাংলাদেশে আর হবে না: রুমিন ফারহানা | Rumeen Farhana | Maasranga News
- Rumor Scanner’s Own Analysis