গত ১৯ মে রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। পরদিন ভোরে উদ্ধারের পর ইব্রাহিম রাইসিসহ হেলিকপ্টারের সব যাত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়।
এরই প্রেক্ষিতে, সম্প্রতি ‘ইব্রাহিম রাইসির কবর’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত কবরের দৃশ্যটি ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কবরের নয় বরং তার মৃত্যুর কয়েকদিন আগ থেকেই ইন্টারনেটে আলোচিত কবরের ভিডিওটির অস্তিত্ব রয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে গত ৪ মে sharifianyazdi1 নামের একটি ইন্সটাগ্রাম একাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে বলা আছে, কবরটি একজন নাম না জানা শহীদের।
এছাড়া, ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম Ashkezar News গত ৪ মে প্রকাশিত এক প্রতিবেদনে কিছু ছবি খুঁজে পাওয়া যায়। ছবিগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। সংবাদে বলা হয়েছে, মেহেদি দেহানি আশকাজারী নামের একজন ফটোগ্রাফার একজন অজানা শহীদের লাশ দাফনের আগে সমাধির উক্ত ছবিগুলো ক্যামেরাবন্দি করেছেন।
এছাড়াও, মূল ভিডিওর ঐ স্থানটি ইরানের আশকাজার শহরে অবস্থিত। অপরদিকে গত ২৩ মে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের ইমাম রেজার পবিত্র মাজারে ইব্রাহিম রাইসির দাফন সম্পন্ন হয়েছে।
মূলত, সম্প্রতি ইরানের আশকাজার শহরে অবস্থিত একটি বেনামী কবরের ছবি ইন্টারনেটে প্রচার করা হয়। উক্ত কবরের ছবিকেই ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কবরের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে, ইব্রাহিম রাইসির মৃত্যুর বেশ কয়েকদিন আগ থেকেই ইন্টারনেটে আলোচিত ভিডিওটির অস্তিত্ব রয়েছে৷ এছাড়া ইব্রাহিম রাইসিকে ইরানের মাশহাদ শহরে দাফন করা হলেও প্রচারিত ভিডিওটি ইরানের আশকাজার শহর থেকে ধারণকৃত।
সুতরাং, ভিন্ন ব্যক্তির কবরের দৃশ্যকে ইব্রাহিম রাইসির কবরের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- sharifianyazdi1: Instagram Post (আর্কাইভ)
- Ashkezar News: A view of the tomb of the unknown martyr moments before the burial of the holy body
- The Daily Star: Iran’s Raisi to be laid to rest in home town
- BBC: Iran buries late president at shrine in home city of Mashhad
- Rumor Scanner’s Own Research