বুধবার, ২৭ নভেম্বর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি। এ ঘটনায় তাদের গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
অন্যদিকে, এ ঘটনাকে সাজানো নাটক দাবি করে সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি কালো রঙের গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখান থেকে ঘুরে ফুটপাথে উঠে ধাক্কা খায়। দুর্ঘটনার পর গাড়িটি সোজা অবস্থায় ফুটপাথে আটকে থাকতে দেখা যায়।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমের বহরের গাড়ি দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। এ দুর্ঘটনা গতকাল রাতে ঘটলেও ভাইরাল ভিডিওটি অন্তত অক্টোবর মাস থেকে অনলাইনে প্রচারিত হয়ে আসছে।
অনুসন্ধানে দেখা যায়, ‘CarHub BD [Official Group]’ নামের একটি গ্রুপে গত ২৪ নভেম্বর ‘Wedding car???..??’ ক্যাপশনে একই ভিডিও প্রচারিত হয়েছে।
এর আগে, গত ১৯ অক্টোবর পাকিস্তানের মূলধারার গণমাধ্যম জিও নিউজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একই ভিডিও প্রকাশিত হয়। ক্যাপশনে উল্লেখ করা হয়, একটি সজ্জিত গাড়ি হঠাৎ রাস্তার মাঝ দিয়ে ছুটে ফুটপাতে ধাক্কা খেয়ে থেমে যায়। গাড়িটি ধাক্কা খাওয়ার পরও উল্টে না গিয়ে সোজা অবস্থায় দাঁড়িয়ে থাকে। ঘটনার পর চালককে গাড়ি থেকে বের হতে দেখা যায়। জানা গেছে, ঘটনাটি পাকিস্তানের করাচিতে ঘটেছে।
১৮ অক্টোবর ‘Banah Khabar’ নামের ইরানের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও একই ভিডিও প্রচারিত হয়।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে ভিডিওটির মূল প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। তবে, এটি নিশ্চিত যে ভিডিওটির সঙ্গে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বহরের গাড়ি দুর্ঘটনার সম্পর্ক নেই। কারণ, এ ঘটনা ২৭ নভেম্বর ঘটেছে, কিন্তু ভিডিওটির অস্তিত্ব অন্তত অক্টোবর মাস থেকেই ইন্টারনেটে রয়েছে।
সুতরাং, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বহরের গাড়ি দুর্ঘটনার দৃশ্য দাবি করে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- CarHub BD [Official Group]: Facebook Post
- Geo News: Instagram Post
- Banah Khabar: Instagram Post