ভিডিওটি শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার দাবিতে মিছিলের নয়

সম্প্রতি, ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্যে লক্ষ লক্ষ জনতা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করছেন দাবিতে একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আয়োজিত কোনো মিছিলের নয়। এছাড়াও সাম্প্রতিক সময়ে দেশে শেখ হাসিনাকে সসম্মানে ফিরিয়ে আনার দাবিতে লক্ষ জনতার কোনো বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়নি। প্রকৃতপক্ষে, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ একাধিক দাবিতে গত ১৯ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের করা মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার ভিডিওতে দেখতে পাওয়া মিছিলের ব্যানারের এক সাইডে হাতপাখার লোগো এবং মিছিলে সাদা পাঞ্জাবির উপর সবুজ কোর্ট ও তাতে হলুদ রঙেল লোগো দেখতে পায়। যা থেকে ধারণা করা যায়, এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল।

পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ফেসবুক গ্রুপে Md Akter Hosen10 নামের একজন ব্যক্তির গত ১৯ আগস্ট করা একটি ভিডিও পোস্টের সন্ধান পাওয়া যায়। ভিডিওটিতে প্রায় একই ধরনের একটি মিছিল লক্ষ্য করা যায়। 

Comparison by Rumor Scanner 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত মিছিলের ভিডিওটি যে এলাকায় ধারণ করা হয়েছে উক্ত ভিডিওতে দেখতে পাওয়া মিছিলের ভিডিওটিও একই এলাকায় ধারণ করা। উভয় ভিডিওর বাম পাশে একই ভবন ও মেট্রোরেলের পিলার দেখতে পাওয়া যায়। এছাড়াও ভিডিওটির ডানপাশে দেখতে পাওয়া বৈদ্যুতিক খুঁটিতেও একইরকম লাল রঙের একটি ব্যানার দেখতে পাওয়া যায়। 

Comparison by Rumor Scanner 

এছাড়াও উভয় ভিডিওতে দেখতে পাওয়া মিছিলের সামনের সারির ব্যক্তিদের মধ্যেও মিল পাওয়া যায়। মাঝের দিকের লাল দাড়িওয়ালা ব্যক্তি দুটো ভিডিওতেই রয়েছে। এছাড়াও মিছিলের ডানপাশে থাকা বড় চুল-দাড়িওয়ালা ব্যক্তিকেও উভয় ভিডিওতেই দেখা যায়। পাশাপাশি প্রাপ্ত ভিডিওটিতে তাদের পেছনেই সাদা পাঞ্জাবি ও সবুজ কোর্ট পরিহিত ব্যক্তিদেরও দেখতে পাওয়া যায়। অর্থাৎ, উক্ত ভিডিওটি ভিন্ন এঙ্গেল থেকে ধারণ করা হলেও উভয় ভিডিও একই মিছিলের।

তবে উক্ত ভিডিওটিতে আলোচিত ভিডিওটির মত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে কোনো স্লোগান দিতে শোনা যায়নি। বরং, ভিডিওতে মিছিলের লোকজনকে ‘পিআর ছাড়া নির্বাচন, চলবে না চলবে না /নারায়ে তাকবির, আল্লাহু আকবার/ ইসলামী আন্দোলন বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ’ শীর্ষক স্লোগান দিতে শোনা যায়। অপরদিকে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে ‘আমরা সবাই শহীদ হবো, শেখ হাসিনাকে দেশে আনবো/ শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ স্লোগান দিতে শোনা যায়। অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উক্ত ভিডিওর অডিও পরিবর্তন করা হয়েছে।

এছাড়াও ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, ভিডিওটি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের করা বিক্ষোভ মিছিলের।

পাশাপাশি প্রাপ্ত ভিডিওটি পর্যালোচনায় এতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ভবনটি দেখতে পাওয়া যায়। পরবর্তীতে বাসসের সূত্র ধরে গুগল ম্যাপের সহায়তায় জিওলোকেশন বিশ্লেষণের মাধ্যমে দেখা যায়, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মিছিলটি বাসসের সামনের তোপখান রোডে থাকাকালীন ভিডিও দুটি ধারণ করা হয়।  

Comparison by Rumor Scanner 

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক যায়যায়দিন-এর ফেসবুক পেজে গত ১৯ আগস্ট সরাসরি সম্প্রচারিত ইসলামী আন্দোলনের সেদিনের মিছিলের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, মিছিলের সরাসরি সম্প্রচারকৃত উক্ত ভিডিওটিও তোপখান রোড থেকেই শুরু হয়। এছাড়াও উক্ত মিছিলের ভিডিওতেও মিছিলের সামনের সারিতে একই ব্যক্তিদের দেখতে পাওয়া যায়।

Screenshot: Facebook 

এছাড়াও অনুসন্ধানে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার দাবিতে বৃহত্তর পরিসরে কোনো আন্দোলন বা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। উক্ত কর্মসূচিতে চরমোনাই পীর রেজাউল করিমও উপস্থিত ছিলেন।

সুতরাং, ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিলের ভিডিওকে শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্যে লক্ষ জনতার মিছিলের দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img