বাংলাদেশে মন্দিরে আগুন দাবিতে প্রচারিত ভিডিওটি রেস্টুরেন্টের 

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে কিছু বিক্ষুদ্ধ জনতা। এরই প্রেক্ষিতে, ‘সকল সনাতনীদের আহবান করছি ধর্ম রক্ষা করতে হবে সকলে এগিয়ে আসুন প্রয়োজনে জীবন দিতে হবে ধর্মের জন্য’ শীর্ষক শিরোনামে মন্দিরে হামলা ও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দাবিতে দাউ দাউ করে আগুনে জ্বলছে এমন একটি ভবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

মন্দিরে আগুন

ফেসবুক পোস্ট: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মন্দিরে হামলা ও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দাবিতে প্রচারিত ভবনের ভিডিওটি কোনো মন্দিরের নয় বরং, এটি সাতক্ষীরা কলারোয়ায় অবস্থিত ‘রাজ প্রাসাদ এন্ড রিসোর্ট’ নামে একটি রেস্টুরেন্ট। 

আলোচিত ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘প্রিয় শহর বেনাপোল’ নামের ইউটিউব চ্যানেলে চলতি বছরের ০৩ জানুয়ারী ‘রাজ প্রাসাদ কফি শপ এন্ড রেস্টুরেন্ট কলারোয়া সাতক্ষীরা’ শীর্ষক শিরোনামে আপলোডকৃত ভিডিও’র ভবনের সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner

এছাড়াও, ‘Faruk hossain (Raz)’ নামের ইউটিউব চ্যানেলে একই ভবনের ভিন্ন কোণ থেকে ধারণকৃত একটি ভিডিও পাওয়া যায়। 

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, এটি মূলত একটি রেস্টুরেন্ট, মন্দির নয়। 

ভবনটিতে আগুন লাগার বিষয়ে জানতে স্থানীয় সংবাদমাধ্যম ‘DAILY SATKHIRA’ এর সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান মাসুম এর সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, “এটি কোনো মন্দির নয়, এটি একটি রেস্টুরেন্ট। শেখ হাসিনার পতনের দিন অর্থাৎ গত ০৫ আগস্ট দুষ্কৃতকারীরা রেস্টুরেন্টটিতে আগুন লাগিয়ে দেয়” 

সুতরাং, সাতক্ষীরা কলারোয়ার রাজ প্রাসাদ রেস্টুরেন্টকে মন্দির দাবিতে প্রচার করা হয়েছে: যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img