বন্যায় ফেনীতে জলপরী দেখা যাওয়ার দাবিতে ভুয়া ভিডিও প্রচার 

সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে দেশের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। এই বন্যাকবলিত এলাকাগুলোর করুণ চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। 

এরই মধ্যে সাম্প্রতিক বন্যায় ফেনীতে জলপরী ভেসে এসেছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

বন্যায় ফেনীতে জলপরী

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক বন্যায় ফেনীতে জলপরী ভেসে আসার দৃশ্য শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে, যা বন্যার আগে থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।

অনুসন্ধানে ‘@TheAISkizo’ নামক ইউটিউবে গত ১৫ আগস্ট ‘Mermaid found on beach , what’s this ?!!’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়। 

Screenshot comparison: Rumor Scanner

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তৈরি করা হয়েছে। 

পরবর্তীতে, ‘@TheAISkizo’ নামক ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ইউটিউব চ্যানেলটিতে প্রতিনিয়ত এআই বা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এমন আর্ট তৈরি করে তা প্রচার করে থাকেন এবং চ্যানেলটির অ্যাবাউট সেকশনে ‘Digital Artist. Exploring AI’s creative side | Join us on a journey where imagination meets intelligence.’ বাক্য দেখতে পাওয়া যায়। 

সুতরাং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি ভিডিওকে সাম্প্রতিক বন্যায় ফেনীতে জলপরী ভেসে এসেছে দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img