সম্প্রতি, “তাহলে শিক্ষার্থীরা পেন্সিল দিয়ে লিখবে নাকি?” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে শিক্ষামন্ত্রী দীপু মনিকে “মোবাইল ফোন বা ইলেকট্রনিক কোনো ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সেটি যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস হোক না কেনো, ঘড়ি, ক্যালকুলেটর, কলম যেকোনো ধরনের।” শীর্ষক মন্তব্য করতে দেখা যায়।
গত ১০ ডিসেম্বর Viral Topics নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত এ সংক্রান্ত একটি ভিডিও (আর্কাইভ) এখন অবধি প্রায় ২ লক্ষ ৬৭ হাজারেরও অধিক বার দেখা হয়েছে। আড়াই হাজার রিয়্যাক্ট পাওয়া এই রিল ভিডিওটি শেয়ার করেছেন ৩৪৯ জন মানুষ।

একই ভিডিও ফেসবুকের আরো দুইটি পোস্টে দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই ভিডিও টিকটকেও প্রচার করা হয়েছে। দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এর আগে শিক্ষামন্ত্রীর একই মন্তব্যযুক্ত ভিন্ন একটি ভিডিও “পেন্সিল দিয়ে লিখতে হবে এবার SSC পরীক্ষায়” শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
গত মার্চে Mahim Hasan নামের একটি টিকটক আইডি থেকে প্রকাশিত এ সংক্রান্ত একটি ভিডিও (আর্কাইভ) এখন অবধি প্রায় ২২ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ২ লক্ষ ৪০ হাজারেরও অধিক মানুষ লাইক দিয়েছেন।

একই ভিডিও ফেসবুকেও প্রচার হয়ছে। দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষামন্ত্রী দীপু মনি সাধারণ কলম বা বল পয়েন্ট কলম নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং তিনি বলেছেন, ইলেকট্রনিক কলম, ইলেকট্রনিক ঘড়ি, ইলেকট্রনিক ক্যালকুলেটর নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ২০২১ সালের এসএসসি পরীক্ষার নিয়মাবলি ঘোষণা নিয়ে প্রেস ব্রিফিংয়ে করা তার একটি মন্তব্যের খণ্ডাংশ বিভ্রান্তিকরভাবে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
প্রথম ভিডিও যাচাই
ভিডিওটির একাধিক স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে এবং এডভান্স কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, জাতীয় দৈনিক কালবেলার ইউটিউব চ্যানেলে গত ১৯ আগস্ট ‘স’ন্ত্রাসবাদ ছড়িয়ে শিক্ষাব্যবস্থা ধ্বং’স করে দিয়েছিল বিএনপি : দীপু মনি’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
৬ মিনিটের উক্ত ভিডিওটির সাথে দাবিকৃত ভিডিওটির তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায়, ভিডিও দুইটি একই দিনের হলেও দুইটি ভিডিও ভিন্ন দুইটি কোণ থেকে ধারণকৃত। এছাড়া দুইটি ভিডিওতেই শিক্ষামন্ত্রী দীপু মনিকে একই ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা যায়। তবে ভিডিও দুইটির অডিওর মিল পাওয়া যায়নি।
দাবিকৃত ভিডিওতে শিক্ষামন্ত্রীকে পরীক্ষা বিষয়ক নির্দেশনা দিতে শোনা গেলেও কালবেলার সম্পূর্ণ ভিডিওতে শিক্ষামন্ত্রীকে পরীক্ষা সংক্রান্ত কোনো নির্দেশনা প্রদান করতে শোনা যায়নি।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির অনলাইন সংস্করণে একই তারিখে “শিক্ষাঙ্গন নিয়ে কথা বলার যোগ্যতা নেই বিএনপির : দীপু মনি” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। উক্ত প্রতিবেদনেও পরীক্ষার নির্দেশনা সংক্রান্ত শিক্ষামন্ত্রীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
একই বিষয়ে আরো একাধিক মূলধারার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ভিডিও খুঁজে বের করা হয়। তবে সেসব প্রতিবেদন ও ভিডিওতে পরীক্ষার নির্দেশনা সংক্রান্ত শিক্ষামন্ত্রীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দ্বিতীয় ভিডিও যাচাই
এডভান্স কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ফেসবুক পেজে ২০২১ সালের ২১ অক্টোবর ‘জেনে নিন এবারের এসএসসি পরীক্ষার নিয়মাবলি’ শীর্ষক শিরোনামে ৬ মিনিট ২১ সেকেন্ডের মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। পর্যবেক্ষণে দেখা যায়, ভিডিওটির ৫৭ সেকেন্ড থেকে শুরু করা শিক্ষামন্ত্রীর মন্তব্যের সাথে দাবিকৃত ভিডিওটির মিল রয়েছে।
মূল ভিডিওটিতে শিক্ষামন্ত্রী বলেন, “কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সেটি যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস হোক না কেনো ঘড়ি, ক্যালকুলেটর, কলম যেকোনো ধরনের। আবার এখন অনেক ধরনের অত্যাধুনিক ডিভাইস আছে, কোনো ধরনের কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। শুধু কেন্দ্র সচিব মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। তবে সেই ফোনটিও একটা বেসিক ফিচার ফোন, যাতে ছবি তোলা যায় না এমন ফোন ব্যবহার করতে পারবেন। শুধু একটি ফোন কেন্দ্র সচিবের কাছে থাকবে। এছাড়া অন্য কোনো ফোন বা কোনো ডিজিটাল ডিভাইস বা ইলেকট্রনিক ডিভাইস কেউ সঙ্গে নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন না।”
অর্থাৎ, ২০২১ সালের এসএসসি পরীক্ষার নিয়মাবলি সংক্রান্ত একটি প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী দীপু মনির করা মন্তব্যের খণ্ডাংশ নিয়ে দাবিকৃত দ্বিতীয় ভিডিওটি তৈরি করা হয়। অন্যদিকে ২০২৩ সালের ১৯ আগস্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে আলোচনার একটি ভিডিওর সাথে ২০২১ সালের উক্ত প্রেস ব্রিফিংয়ের ভিডিওর অডিও অংশ জুড়ে দিয়ে দাবিকৃত প্রথম ভিডিওটি তৈরি করা হয়।
শিক্ষামন্ত্রী দীপু মনির মন্তব্য
শিক্ষামন্ত্রী দীপু মনির সম্পূর্ণ মন্তব্য শুনলে বুঝা যায়, তিনি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করার উপর জোর দিতে গিয়েই এই কথা বলেছেন। তিনি বলেছেন, ‘যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস হোক না কেনো ঘড়ি, ক্যালকুলেটর, কলম যেকোনো ধরনের। আবার এখন অনেক ধরনের অত্যাধুনিক ডিভাইস আছে, কোনো ধরনের কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।’ দীপু মনি সাধারণ কলম অর্থাৎ বল পয়েন্ট কলম নিয়ে এই মন্তব্য করেননি।
বোর্ড পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস সংক্রান্ত নির্দেশনা
মূলধারার অনলাইন গণমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে ২০২১ সালের ১৩ নভেম্বর ‘এসএসসি: কোভিডের বাড়তি সতর্কতায় রোববারের অপেক্ষা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে পরীক্ষায় যেসব নিয়ম মানার কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি হলোঃ
“কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধু কেন্দ্র সচিব মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তবে ‘ছবি তোলা যায় না’- এমন ফোনই তিনি ব্যবহার করবেন।”
মূলধারার আরেকটি অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে ২০২৩ সালের ২৯ এপ্রিল এসএসসি পরীক্ষা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে ‘প্রশ্নফাঁস ও গুজব ঠেকাতে যেসব পদক্ষেপ’ শীর্ষক শিরোনামের নিচে উল্লেখ করা একটি পদক্ষেপ হলোঃ
“কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।”
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে খুঁজে পাওয়া পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সংক্রান্ত ২০১৯ সালের একটি নির্দেশনায়ও একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, শিক্ষামন্ত্রী দীপু মনির মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে উক্ত দাবিগুলো ছড়ানো হয়েছে।
মূলত, ২০২১ সালের এসএসসি পরীক্ষার নিয়মাবলি ঘোষণা নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি একটি প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্র প্রবেশ না করার নির্দেশনা দিতে গিয়ে বলেন, ‘যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস হোক না কেনো ঘড়ি, ক্যালকুলেটর, কলম যেকোনো ধরনের। আবার এখন অনেক ধরনের অত্যাধুনিক ডিভাইস আছে, কোনো ধরনের কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।’ এই মন্তব্যের খণ্ডাংশ ‘তাহলে শিক্ষার্থীরা পেন্সিল দিয়ে লিখবে নাকি?’ এবং ‘পেন্সিল দিয়ে লিখতে হবে এবার SSC পরীক্ষায়’ শীর্ষক শিরোনামে ভুলভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। তবে শিক্ষামন্ত্রীর সম্পূর্ণ মন্তব্য এবং বোর্ড পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সংক্রান্ত নির্দেশনা থেকে এটি নিশ্চিত যে শিক্ষামন্ত্রী সাধারণ বল পয়েন্ট কলম নিয়ে এই মন্তব্য করেননি। তার মন্তব্যটি মূলত ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ, ইলেকট্রনিক ঘড়ি, ইলেকট্রনিক ক্যালকুলেটর এবং ইলেকট্রনিক কলম নিয়ে কেন্দ্রে প্রবেশ সংক্রান্ত।
সুতরাং, শিক্ষামন্ত্রী দীপু মনির মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে “তাহলে শিক্ষার্থীরা পেন্সিল দিয়ে লিখবে নাকি?” এবং “পেন্সিল দিয়ে লিখতে হবে এবার SSC পরীক্ষায়” শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওগুলো বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own investigation.
- Kalbela on YouTube – https://youtu.be/2ZxP3qfT_pA
- RTV – শিক্ষাঙ্গন নিয়ে কথা বলার যোগ্যতা নেই বিএনপির : দীপু মনি
- Bangladesh Pratidin – নিজেই রোগী দেখে ব্যবস্থাপত্র দিলেন শিক্ষামন্ত্রী
- Desh TV on Facebook – https://www.facebook.com/watch/?v=781829720349758
- Somoynews – উন্নয়ন না ধ্বংস, সেই সিদ্ধান্ত জনগণের: দীপু মনি
- Jagonews24 on Facebook – https://www.facebook.com/watch/?v=263311009986683
- RTV on Facebook – https://www.facebook.com/watch/?v=244007777788272
- Bdnews24 – এসএসসি: কোভিডের বাড়তি সতর্কতায় রোববারের অপেক্ষা
- Dhaka Post – কাল থেকে এসএসসি, ফেসবুক-মোবাইল লেনদেনে ‘নজরদারি শুরু’
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-শিক্ষা মন্ত্রণালয় – https://www.shed.gov.bd/sites/default/files/files/shed.portal.gov.bd/moedu_policy/4040c7db_8e4a_45f0_a4ad_5236068596c3/83.84.85.86.87.pdf