বুধবার, অক্টোবর 9, 2024

ইউনেস্কো ভারতের জাতীয় সঙ্গীত জন গন মন কে বিশ্বের সেরা জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করেনি

ভারতের জাতীয় সঙ্গীত জন-গন-মন কে ইউনেস্কো বিশ্বের সেরা জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দিয়েছে এমন তথ্য দীর্ঘদিন ধরে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রচারিত এরূপ পোস্ট দেখুন এখানে এখানে, এখানে
পোস্টগুলোর আর্কাইভ দেখুন এখানেএখানে, এখানে

সংবাদমাধ্যমে প্রকাশিত এমন রিপোর্ট দেখুন এখানে।
সংবাদমাধ্যমে প্রচারিত খবরের আর্কাইভ দেখুন এখানে।

যেভাবে গুজবের সূত্রপাত

ভারতের জাতীয় সঙ্গীতকে বিশ্বের সেরা জাতীয় সঙ্গীত হিসেবে ইউনেস্কোর স্বীকৃতির বিষয়টি প্রথম সামনে আসে ২০০৮ সালে। সেসময়, ভারতের জাতীয় সঙ্গীতকে বিশ্বের সেরা জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করার ভুয়া দাবি করা হয়। এরপর বিভিন্ন সময়ে একই দাবি সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের দুনিয়ায় ছড়িয়ে পড়তে দেখা যায়। ২০১৬, ২০১৯ এবং সম্প্রতি ২০২২ সালেও ভুয়া এই তথ্যটি গুজব আকারে ছড়িয়ে পড়ে।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ইউনেস্কো ভারতের জাতীয় সঙ্গীতকে বিশ্বের সেরা জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করেনি বরং ইউনেস্কো এ ধরনের কোনো স্বীকৃতি শুধু ভারত নয়, কোনো দেশকেই দেয়নি।

অনুসন্ধানে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র একটি প্রতিবেদন পাওয়া যায়। ইউনেস্কোর প্রধান গণমাধ্যম ও তথ্য বিষয়ক সম্পাদক Sue Williams এর বরাত দিয়ে তারা জানায়, ইউনেস্কো ভারতের জাতীয় সঙ্গীতকে এরূপ কোনো স্বীকৃতি দেয়নি।

Website: India Today

২০১৮ সালে ভারতের রাজনৈতিক দল জনতা দল JD(U)-এর নেতা অজয় আলোক একটি টুইটে একই দাবি করেন। 

Screenshot: Twitter

প্রকৃতপক্ষে, ইউনেস্কো বিশ্বের সেরা জাতীয় সঙ্গীত হিসেবে ‘জন গন মন’কে স্বীকৃতি দিয়েছে এরূপ দাবির কোনো ভিত্তি নেই। ইন্ডিয়া টুডে’র একটি মেইলের ফিরতি জবাবে ইউনেস্কোর গণমাধ্যম ও তথ্য বিষয়ক প্রধান সম্পাদক Sue Williams আরো জানান, “আমরা ভারতে প্রকাশিত এসব ব্লগ(ভারতের জাতীয় সঙ্গীতকে বিশ্বের সেরা বলে দাবি করা রিপোর্ট) এর ব্যাপারে অবগত আছি। কিন্তু, আমি আশ্বস্ত করছি ইউনেস্কো শুধু ভারত নয়, কোনো দেশকেই এমন(সেরা জাতীয় সঙ্গীত) স্বীকৃতি দেয় নি।”

Website: India Today

এছাড়াও ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম Hindustan Times এর ‘Top 10 fake news forwards that we (almost) believed in 2016’ শীর্ষক প্রতিবেদনেও ইউনেস্কো কর্তৃক ভারতের জাতীয় সঙ্গীতকে সেরা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিটি ভুয়া বলে নিশ্চিত করা হয়। 

Website: Hindustan Times 

এ বিষয়ে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো কি বলছে?

ভারতের জাতীয় সঙ্গীতকে বিশ্বের সেরা হিসেবে দাবিকৃত তথ্যটির অনুসন্ধানে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং সংস্থা Snopes.com এর ১৪ মার্চ, ২০১৬ সালের প্রকাশিত একটি প্রতিবেদনেও দেখা যায় বিশ্বের সেরা জাতীয় সঙ্গীত হিসেবে জন গন মন’এর স্বীকৃতির বিষয়টি মিথ্যা। এছাড়াও ভারতীয় One Indiaসহ বেশকিছু ফ্যাক্টচেকিং সংস্থাও ভারতের জাতীয় সঙ্গীতকে বিশ্বের সেরা হিসেবে স্বীকৃতির বিষয়টি নাকচ করে দিয়েছে।

মূলত, নেট দুনিয়ায় ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে ‘জন গন মন’কে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়া হয়েছে দাবি করে একটি তথ্য দীর্ঘদিন ধরে প্রচার হয়ে আসছে। তবে অনুসন্ধানে জানা যায়, ইউনেস্কো এরূপ কোনো স্বীকৃতি শুধু ভারত নয়, কোনো দেশকেই দেয় নি।

সুতরাং, ইউনেস্কো কর্তৃক ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গন মন’কে বিশ্বের সেরা জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতির যে তথ্য ইন্টারনেটে দীর্ঘদিন ধরে প্রচার হয়ে আসছে তা সম্পূর্ন মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img