সম্প্রতি বাংলাদেশি অভিনেত্রী নাজিফা তুষি হিন্দু ধর্ম গ্রহন করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার নামে পরিচালিত একটি অ্যাকাউন্ট থেকে ছবিসহ একটি টুইট প্রচার করা হচ্ছে।

এমন একটি টুইট বার্তা দেখুন এখানে।
আর্কাইভ দেখুন এখানে।

একই অ্যাকাউন্ট থেকে নাজিফা তুষির হিন্দু ধর্ম গ্রহন নিয়ে ২০২২ সালে প্রচারিত একটি টুইট দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্টচেক
বাংলাদেশি অভিনেত্রী নাজিফা তুষির হিন্দু ধর্ম গ্রহনের দাবিতে টুইটারে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং তার নামে খোলা একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে একজন ভিন্ন নারীর ছবি এই তথ্য প্রচার করা হচ্ছে।
নাজিফা তুষির নামে খোলা টুইটার অ্যাকাউন্টে থাকা নারীর ছবিটি কার?
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে গত ২৪ ফেব্রুয়ারি Gournagi_mayapurini নামের অ্যাকাউন্ট দেওয়া একটি পোস্টে নাজিফা তুষির দাবিতে প্রচারিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

এই ছবিটির সঙ্গে বাংলাদেশি অভিনেত্রী নাজিফা তুষির ছবির কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ টুইটারে নাজিফা তুষির ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহনের দাবিতে প্রচারিত ছবিটি নাজিফা তুষির নয় বরং এটি গৌরাঙ্গী গন্ধারভিকা দেবী দাসী নামে এক নারীর ছবি।
টুইটার অ্যাকাউন্ট কি নাজিফা তুষির?
টুইটার অ্যাকাউন্টটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, নাজিফা তুষির নামে পরিচালিত অ্যাকাউন্টটি খোলা হয়েছে ২০১৪ সালের নভেম্বরে।

ভারতীয় গণমাধ্যম India Today এর সূত্রে জানা যায়, ২০১৪ সালে অ্যাকাউন্টটি খোলার পর থেকে বিভিন্ন সময়ে এটি Mahadev_Bhakt9, Charanjit_99, Shubham9_IND ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে পরিচালিত হয়েছে।

অপরদিকে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে নাজিফা তুষির ফেসবুক পেইজ ও অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়।

এর মধ্যে ফেসবুক অ্যাকাউন্টের কন্টাক্ট ইনফো সূত্রে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অস্তিত্ব সম্পর্কে জানা যায়।

এছাড়া নাজিফা তুষির সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে তার কোনো টুইটার একাউন্ট নেই বলে নিশ্চিত করেন। অর্থাৎ তার নামে খোলা টুইটার অ্যাকাউন্টটি ভুয়া।
নাজিফা তুষি কি ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহন করেছেন?
নাজিফা তুষির স্বীকৃত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিশ্লেষণ করে তার ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহনের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি মূলধারার কোনো গণমাধ্যমেও এ সম্পর্কিত কোনো তথ্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি নাজিফা তুষিও তার ধর্ম ত্যাগের বিষয়টি সত্য নয় বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
মূলত, বাংলাদশি অভিনেত্রী নাজিফা তুষির নামে খোলা একটি টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি টুইট করে দাবি করা হয় যে, নাজিফা তুষি ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম গ্রহন করেছেন। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, নাজিফা তুষি ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহন করেননি এবং তার নামে খোলা এই টুইটার অ্যাকাউন্টটি একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট। এছাড়া অনুসন্ধানে আরও দেখা যায়, নাজিফা তুষি ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করলেও তার কোনো টুইটার অ্যাকাউন্টই নেই।
সুতরাং, বাংলাদেশি অভিনেত্রী নাজিফা তুষি হিন্দু ধর্ম গ্রহন করেছেন দাবিতে টুইটারে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Gournagi_mayapurini_Instagram: Gournagi_mayapurini
- India Today: Fact Check: Bangladeshi actress Nazifa Tushi did not convert to Hinduism, fake Twitter account spreads lies