সম্প্রতি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের আগেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেওয়ার কার্যক্রম শুরু করেছেন। এরই অংশ হিসেবে তিনি হাওয়াইয়ের ডেমোক্র্যাটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) পদে মনোনীত করেছেন। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।
এই পরিস্থিতিতে তুলসী গ্যাবার্ডকে ‘ভারতীয় বংশোদ্ভূত’ দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত গণমাধ্যমের প্রতিবেদন দেখুন বাংলাভিশন, সময় টিভি (ফেসবুক), ইনডিপেনডেন্ট টিভি, ঢাকা পোস্ট, (ফেসবুক), দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, মানবকণ্ঠ, যমুনা টিভি (ফেসবুক), বাংলাদেশ জার্নাল, নিউজজি২৪, সংবাদ প্রকাশ, দ্য রিপোর্ট (ইউটিউব) এবং আজকের দর্পণ।
সম্প্রতি ছাড়াও বিগত কিছু বছরেও একই দাবি করেছিল দেশের একাধিক গণমাধ্যম। দেখুন – রাইজিংবিডি (২০২১), জনকণ্ঠ (২০১৫)।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন – এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তুলসী গ্যাবার্ড ভারতীয় বংশোদ্ভূত নন। তিনি নিজেও একাধিকবার এক্স (সাবেক টুইটার) পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
১৬ নভেম্বর প্রকাশিত টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুলসী গ্যাবার্ড আমেরিকান সামোয়ার বৃহত্তম দ্বীপ তুতুইলায় ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। তার দুই বছর বয়সে তার পরিবার হাওয়াইয়ে চলে আসে এবং তার শৈশবের বেশিরভাগ সময় সেখানেই কাটে। শৈশবের এক বছর তিনি ফিলিপাইনে অতিবাহিত করেন। তুলসীর বাবা, মাইক গ্যাবার্ড, একজন সামোয়ান-আমেরিকান রাজনীতিবিদ এবং ক্যাথলিক ধর্মাবলম্বী। তিনি বর্তমানে হাওয়াই রাজ্যসভার সদস্য। তুলসির মা, ক্যারোল পোর্টার গ্যাবার্ড, জার্মান ও ইউরোপীয় বংশোদ্ভূত। তুলসির জন্মের আগে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন।
২০১৯ সালে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়, তুলসী গ্যাবার্ড কিশোরী বয়সে হিন্দু ধর্ম গ্রহণ করেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম হেভি ডট কমের প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
২০১২ এবং ২০১৪ সালে নিজের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) তুলসী গ্যাবার্ড জানান, তিনি ভারতীয় বংশোদ্ভূত নন।
সুতরাং, মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মনোনীত তুলসী গ্যাবার্ড ভারতীয় বংশোদ্ভূত দাবিতে প্রচারিত বিষয়টি মিথ্যা।
তথ্যসূত্র
- Indian Express – Explained: Among US presidential hopefuls, two women with strong India links
- Times of India – Meet Tulsi Gabbard’s family: All about her parents, siblings and husband
- Heavy – Tulsi Gabbard’s Ethnicity: Where Is She From?
- Tulsi Gabbard – X post
- Tulsi Gabbard – X post