ভারতের কাছে হারের পর ট্র্যাভিস হেড স্ত্রীকে জড়িয়ে কান্না করেছেন দাবিতে ভুয়া ছবি ভাইরাল

চ্যাম্পিয়নস ট্রফির সেমি-ফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত। এরই প্রেক্ষিতে, ভারতের কাছে পরাজয়ের পর অজি ক্রিকেটার ট্র্যাভিস হেড তার স্ত্রীকে জড়িয়ে ধরে কান্না করেছেন দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চ্যাম্পিয়নস ট্রফির সেমি-ফাইনালে ভারতের কাছে পরাজয়ের পর ট্র্যাভিস হেডের স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নার দাবিটি সম্পূর্ণ সত্য নয়। এই দাবির সঙ্গে ভাইরাল হওয়া ছবিগুলোও বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি।

এই বিষয়ে অনুসন্ধানে‘cric.box_7x’ নামের একটি ফেসবুক পেজে ৪ মার্চ রাত ১১টা ১১ মিনিটে প্রকাশিত একটি পোস্টে উক্ত ছবিগুলো সম্বলিত সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায়। পোস্টটির এডিট হিস্টোরি বিশ্লেষণ করে দেখা যায়, প্রকাশের প্রায় ২১ ঘণ্টা পর সেখানে ‘Ai Pics’ লেখাটি যুক্ত করা হয়। এছাড়া উল্লেখিত ফেসবুক পেজটি ঘুরে দেখা গেছে, সেখানে নিয়মিতভাবে এআই প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ক্রিকেট সংশ্লিষ্ট ছবি শেয়ার করা হচ্ছে।

Screenshot: Facebook.

ছবিগুলো এআই-জেনারেটেড হওয়ার সম্ভাবনা বিবেচনায় রিউমর স্ক্যানার টিম সেগুলো ভালোভাবে বিশ্লেষণ করে। এতে দেখা যায়, ছবিতে ট্র্যাভিস হেডের জার্সির ডিজাইন সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পরিহিত জার্সির সঙ্গে মিলছে না। এছাড়া দাবিকৃত দুইটি ছবিতেও জার্সির ভিন্নতা দেখা যায়। পাশাপাশি, মুখের গঠনে অসঙ্গতি, হাত ও আঙুলের অস্বাভাবিকতা, ব্যাকগ্রাউন্ডের অস্পষ্টতা এবং পোশাকের অবাস্তব টেক্সচারসহ এআই-জেনারেটেড ছবির একাধিক লক্ষণও এতে দেখা যায়।

Comparison: Rumor Scanner.

ছবিগুলোর সত্যতা আরও নিশ্চিত করতে, রিউমর স্ক্যানার টিম ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম হাইভ মোডারেশননে ছবিগুলো বিশ্লেষণ করে। ওয়েবসাইটটির মূল্যায়নে দেখা যায়, ছবিগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯%।

Screenshot: Hive Moderation.
Screenshot: Hive Moderation. 

এছাড়া, বিশ্বস্ত কোনো সূত্রেও সেমি-ফাইনালে পরাজয়ের পর স্ত্রীকে জড়িয়ে ধরে ট্র্যাভিস হেডের কান্নার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, এআই দিয়ে তৈরি করা ছবি দিয়ে ভারতের কাছে পরাজয়ের পর অজি ক্রিকেটার ট্র্যাভিস হেডের স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নার বাস্তব দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img