রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করাসহ তিন দফা দাবিতে গত কয়েকদিন যাবৎ আন্দোলন করছে কলেজটির শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে সম্প্রতি, তিতুমীর কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংঘর্ষের ঘটনা ঘটেছে দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে। এছাড়াও দাবি করা হয়, সংঘর্ষের পর শিক্ষার্থীরা সমন্বয়কদের কলেজ থেকে বের করে দেন।
ফেসবুক প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সরকারি তিতুমীর কলেজে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি বরং, ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নিপীড়ন বিরোধী’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু রায়হান খান এর ফেসবুক আইডিতে ২০১৯ সালের ২২ জানুয়ারি নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের ওপর ছাত্রলীগের হামলার প্রথম অংশ! শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে এটির হুবহু মিল রয়েছে। উভয় ভিডিওতেই একটি কলাপসিবল গেটের মাঝামাঝি জায়গায় হুবহু একই রকম দুই গ্রুপকে সংঘর্ষে লিপ্ত হতে দেখে যায়। এছাড়াও ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি ২০১৮ সালের ২৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিংয়ে ধারণ করা একটি ভিডিও।
পোস্টটির মন্তব্যের ঘরে পোস্টকারী একটি মন্তব্যের মাধ্যমে জানান, অধিভুক্তি বাতিলের আন্দোলনে নির্যাতন-নিপীড়নের বিচারের দাবিতে ১৭ তারিখ প্রক্টর অফিস ঘেরাও করা হলে সেদিন ৪৮ ঘণ্টার মধ্যে বিচারের আশ্বাস দিয়েছিলেন উপাচার্য। পরবর্তীতে ৪৮ কর্মঘণ্টা পার হয়ে গেলেও আমরা তদন্ত কিংবা বিচারের নূন্যতম কোন কাজ কর্ম দেখতে পাইনি। ফলে আমরা ২৩ জানুয়ারি ভিসি কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিই। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা ভিসি কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে দেখি তারা ভিসি কার্যালয়ে প্রবেশের ৩টি গেটে মোটা শিকল দিয়ে তালা বেঁধে রেখেছেন। সেই গেট খুলতে বলার পরও তারা গেট না খুললে আমরা গেট ভেঙ্গে ভিতরে যাই এবং বিচারের দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করি। উপাচার্য কোন নির্ধারিত বক্তব্য ছাড়াই আমাদের ফিরে যেতে বললে আমরা প্রত্যাখ্যান করি। এবং পরবর্তীতে ছাত্রলীগ ডেকে আমাদের ওপর হামলা চালায় এই ভিসি/প্রক্টরবাহিনী।
পরবর্তীতে উক্ত দাবির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইলেক্ট্রনিক গণমাধ্যম এনটিভি-এর ওয়েবসাইটে ২০১৮ সালের ২৩ জানুয়ারি ঢাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের সন্ধান পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, সেদিন নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রী নিপীড়নে অভিযুক্তদের বহিষ্কারসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোসহ সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে। আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধের মুখে প্রায় চার ঘণ্টা নিজ কার্যালয়ে আটক থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ততকালীন উপাচার্য মো. আখতারুজ্জামান। এঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা করে উপাচার্যকে উদ্ধার করে।
অর্থাৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের ঘটনাকে তিতুমীর কলেজে আন্দোলনকারী শিক্ষার্থী ও সমন্বয়কদের মধ্যকার সংঘর্ষের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে।
সুতরাং, তিতুমীর কলেজে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংঘর্ষের ঘটনা ঘটেছে দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- আবু রায়হান খান: Facebook Post
- NTV Website: ঢাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা
- Rumor Scanner’s Analysis