ওয়েবসাইট হ্যাক করে রেজাল্ট পরিবর্তনের দায়ে তিন শিক্ষার্থী আটকের তথ্যটি ভুয়া

গত ২৬ নভেম্বর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফল ঘোষণার দিন “ব্রেকিং নিউজ: ওয়েবসাইট হ্যাক করে রেজাল্ট পরিবর্তনের দায়ে ৩ শিক্ষার্থী আটক” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

অর্থাৎ, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের ওয়েবসাইট হ্যাক করে রেজাল্ট পরিবর্তনের দায়ে ৩ শিক্ষার্থী আটক হওয়ার একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ওয়েবসাইট হ্যাক

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওয়েবসাইট হ্যাক করে রেজাল্ট পরিবর্তনের দায়ে তিন শিক্ষার্থী আটক হওয়ার তথ্যটি সত্য নয় বরং কোনো প্রকার গ্রহণযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি ফেসবুকে প্রচার করা হয়েছে।

বিভ্রান্তির সূত্রপাত

দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে NDC Version নামক একটি ফেসবুক পেজে গত ২৬ নভেম্বরে দুপুর ১:০৮ টার দিকে “ব্রেকিং নিউজ: ওয়েবসাইট হ্যাক করে রেজাল্ট পরিবর্তনের দায়ে ৩ শিক্ষার্থী আটক” শীর্ষক তথ্যের সম্ভাব্য প্রথম ফেসবুক পোস্টটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

তবে উক্ত পোস্টে আলোচিত দাবিটির ব্যপারে কোনো তথ্যসূত্র দেওয়া হয়নি।

পরবর্তীতে NDC Version নামক পেজটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পেজটির বায়ো সেকশন লক্ষ্য করে দেখা যায়, উক্ত পেজটি নটরডেম কলেজ, ঢাকা এর নামে তৈরি করা একটি মিম পেজ।

Screenshot: Facebook

অর্থাৎ, গত ২৬ নভেম্বরে NDC Version নামক পেজ থেকে দেওয়া পোস্টটি মজা বা মিম হিসেবে প্রচার করা হলেও পরবর্তীতে সেটি সত্য দাবিতে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ এবং পেজে পোস্ট করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অধিকতর অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের Fox7 Austin এর ওয়েবসাইটে ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি “Police: Former UGA student hacked into system to change grade” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০১৮ সালের মে মাসের শুরুর দিকে যুক্তরাষ্টের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিষয়ে অধ্যয়নরত ২১ বছর বয়সী মাইকেল ল্যামন উইলিয়ামস নামক শিক্ষার্থী তার গ্রেড পরিবর্তনের উদ্দেশ্যে সহকারী অধ্যাপকদের অ্যাকাউন্ট হ্যাক করায় তাকে জেলে পাঠানো হয়।

এছাড়া, যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা AP এর ওয়েবসাইটে ২০১৮ সালের ১১ মে “Teen arrested for hacking school system, changing grades” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালের মে মাসে একটি কিশোরকে স্কুলের কম্পিউটার সিস্টেম হ্যাক করে ১০ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন করার দায়ে গ্রেপ্তার করা হয়েছে৷

তবে বাংলাদেশে ওয়েবসাইট হ্যাক করে রেজাল্ট পরিবর্তনের দায়ে তিন শিক্ষার্থী আটক হয়েছেন কিনা সে বিষয়ের সত্যতা যাচাইয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং দেশিয় গণমাধ্যমে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

মূলত, গত ২৬ নভেম্বর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করার দিন ওয়েবসাইট হ্যাক করে রেজাল্ট পরিবর্তনের দায়ে তিন শিক্ষার্থী আটক হওয়া নিয়ে একটি তথ্য ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে আলোচিত দাবিটির কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার ধর্মী পেজ বিনোদনের উদ্দেশ্যে উক্ত দাবিটি প্রচার করা হলে পরবর্তীতে বিষয়টি সত্য দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। 

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

সুতরাং, এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিনে ওয়েবসাইট হ্যাক করে রেজাল্ট পরিবর্তনের দায়ে তিন শিক্ষার্থী আটক হওয়া হওয়া নিয়ে ফেসবুকে একটি তথ্য প্রচারিত হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img