বুধবার, অক্টোবর 9, 2024

এন্টার্কটিকা হিমবাহের প্রায় তিন শতাংশ বরফ পেঙ্গুইনের প্রস্রাব শীর্ষক দাবিটি মিথ্যা

“অ্যান্টার্কটিকা হিমবাহের প্রায় তিন শতাংশ বরফ পেঙ্গুইন এর প্রস্রাব” শীর্ষক শিরোনামের একটি তথ্য বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।

 Screenshot from Mutasim Billah Oni facebook account 

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অ্যান্টার্কটিকা হিমবাহের প্রায় তিন শতাংশ বরফ পেঙ্গুইন এর প্রস্রাব শীর্ষক দাবিটি সত্য নয় বরং কোনোরূপ তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত তথ্যটি প্রচারিত হচ্ছে এবং সামুদ্রিক পাখি পেঙ্গুইন মূত্রত্যাগ করে না।

কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, Penguins Blog নামক ওয়েবসাইটে “How Do Penguins Pee” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয় :

“As such, do penguins have to pee? In reality, Penguins cannot pee. They are mammals without a urethra and bladder.”

অর্থাৎ, উক্ত প্রতিবেদনে বলা হচ্ছে, পেঙ্গুইন মূত্রত্যাগ করে না। তারা মূত্রনালি ও মুত্রথলি ছাড়া প্রাণী।

 Screenshot from Penguins Blog website

এছাড়াও, Penguins Info নামক ওয়েবসাইটে “How do they prevent for dehydration?

Where do they get the necessary water? Do penguins need to drink?” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, 

“They don’t perspire and only excrete uric acid, a white paste-like, poor in water and concentrated waste. They don’t urinate like mammals because this would be a waste of water.”

অর্থাৎ, পেঙ্গুইন স্তন্যপায়ী প্রাণীদের মতো মূত্রত্যাগ করে না বরং এরা ইউরিক এসিড ত্যাগ করে যাতে পানির পরিমাণ থাকে নগণ্য।

 Screenshot from Penguins Info website 

এছাড়াও, উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সমুদ্র তীরবর্তী লবনাক্ত অঞ্চলে পাখি এবং প্রাণীদের বিশুদ্ধ ও পানযোগ্য পানির অভাব থাকে। যে কারণে উক্ত প্রাণী এবং পাখি মূত্রত্যাগ করে পানির অপচয় করে না। এছাড়া প্রাকৃতিকভাবেই এসকল প্রাণীর মূত্রথলি থাকে না। সেজন্য মলের সাথেই এরা ইউরিক এসিড ত্যাগ করে। 

এছাড়াও, New Scientist নামক ওয়েবসাইটে “Penguin and seal dung nourishes organisms that are kilometres away” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, 

“They feed on small marine animals, and unabsorbed nutrients are expelled as faeces.”

Screenshot from New Scientist website 

অর্থাৎ, পেঙ্গুইন ছোট ছোট সামুদ্রিক প্রাণী খেয়ে থাকে এবং হজমের পর অতিরিক্ত বস্তু মল হিসেবে শরীর থেকে নির্গত হয়। 

মূলত, পেঙ্গুইন সমুদ্রের তীরবর্তী লবনাক্ত অঞ্চলের পাখি। এদের কোনো মূত্রনালী এবং মূত্রথলী নেই। এছাড়াও অন্যান্য পাখিদের মতোই পেঙ্গুইন মলের সাথে ইউরিক এসিড ত্যাগ করে। তবে মূত্রত্যাগ করার ক্ষমতা না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে অ্যান্টার্কটিকা হিমবাহের প্রায় তিন শতাংশ বরফ পেঙ্গুইন এর প্রস্রাব।

সুতরাং, ‘অ্যান্টার্কটিকা হিমবাহের প্রায় তিন শতাংশ বরফ পেঙ্গুইন এর প্রস্রাব’ শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img