হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের শতাধিক সেনার মৃত্যু দাবিতে মালির ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের শতাধিক সেনার মৃত্যুর দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।

প্রায় একই দাবিতে আরও একটি ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের শতাধিক সেনার মৃত্যুর দাবিতে প্রচারিত ভিডিওটি হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘাতের নয় বরং, ভিডিওটি আফ্রিকার দেশ মালিতে অতর্কিত হামলার শিকার হয়ে রাশিয়ার বেসরকারি ভাড়াটে বাহিনী ওয়াগনার ও মালির সেনাদের মৃতদেহের ভিডিও।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওর কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে গত ২৮ জুলাই  ‘www.bilibili.com’ এ প্রকাশিত একটি ভিডিওটিতে আলোচিত ফুটেজটি পাওয়া যায়। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, আফ্রিকার মালিতে ওয়াগনার সৈন্য এবং মালিয়ান আর্মি সৈন্যরা একটি অতর্কিত হামলার সম্মুখীন হয় এবং ব্যাপক হতাহতের শিকার হয়।

Comparison: Rumor Scanner

এছাড়াও, ‘fmkorea.com’ এর ওয়েবসাটেও একই ভিডিওর ফুটেজ পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, সম্ভাব্য (ভিডিওতে সতর্কতা) ওয়াগনার গ্রুপের বর্তমান অবস্থা। অতর্কিত হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। কমান্ডারের মৃত্যুর খবরও রয়েছে।

অর্থাৎ, এটি নিশ্চিত যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি লেবাননের ইরান-সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনার মৃতদেহের দৃশ্যের ভিডিও নয়।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ইসরায়েলের উত্তরে বেনইয়ামিনা এলাকায় একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বিবিসির প্রতিবেদন অনুযায়ী এতে ৪ ইসরায়েলি সেনা নিহতের তথ্য পাওয়া গেছে। এই হামলায় ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সুতরাং, আফ্রিকার দেশ মালির ভিন্ন ঘটনার ভিডিওকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের শতাধিক সেনার মৃত্যু দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img