সম্প্রতি, মাঝ আকাশে ঝড়ো গতি বাতাসের কারণে তীব্র ঝাঁকুনির কবলে পড়ে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটের এক যাত্রী নিহত হয়েছেন। বিমানটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সিঙ্গাপুর যাচ্ছিল। তীব্র ঝাঁকুনির কারনে বিমানটি থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
এরই প্রেক্ষিতে এই ঘটনার ভিডিও দাবি করে ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

অনলাইন নিউজ পোর্টাল Probash Time এর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ভিডিও প্রতিবেদন দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইনসের দুর্ঘটনার খবর প্রকশ করতে গিয়ে দেখানো ঝাঁকুনির দৃশ্যটি সিঙ্গাপুর এয়ারলাইনসের নয়, বরং ঝাঁকুনির দৃশ্যটি কসোভো থেকে সুইজারল্যান্ড গামী ফ্লাইটের একটি দৃশ্য যা ২০১৯ সাল থেকে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।
ভিডিও ফুটেজ যাচাই
ভিডিওর কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ’People.com’ নামক একটি ওয়েবসাইটে ২০১৮ সালের ১৮ জুন ‘Violent Turbulence Sends Flight Attendant Crashing Into a Plane’s Ceiling in Terrifying Video’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর ১১-১৯ সেকেন্ড পর্যন্ত অংশের মিল রয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, কসোভো থেকে সুইজারল্যান্ড গামী একটি ফ্লাইট ALK এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-এর মিরজেতা বাশা নামক একজন যাত্রী ভিডিও ফুটেজটি ধারণ করেন।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ABC News এর ওয়েবসাইটে এই বিষয়ে ২০১৯ সালের ১৮ জুন ‘Severe turbulence leaves 10 injured, throws flight attendant into ceiling’ শিরোনামের একটি প্রতিবেদনেও একই ভিডিও ফুটেজ পাওয়া যায়। উক্ত প্রতিবেদনেও ভিডিওর বিষয়ে একই তথ্য জানা যায়।
মূলত, গত ২১ মে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমান যুক্তরাজ্যের লন্ডন থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে মাঝ আকাশে ঝড়ো গতি বাতাসের কারণে তীব্র ঝাঁকুনির কবলে পড়ে। এতে এক যাত্রী নিহতসহ বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন। তীব্র ঝাঁকুনির কারনে বিমানটি থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এই ঘটনার সংবাদে Probash Time নামক একটি অনলাইন পোর্টালের ইউটিউব চ্যানেল লন্ডন থেকে সিঙ্গাপুর গামী ফ্লাইটের ভেতরের ঝাঁকুনি দৃশ্য দাবিতে একটি ভিডিও প্রকাশ করে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সংবাদে দেখানো সিঙ্গাপুর এয়ারলাইনসের ঝাঁকুনির দৃশ্যটি আসলে ২০১৯ সালের কসোভো থেকে সুইজারল্যান্ড গামী একটি ফ্লাইটের ঝাঁকুনির কবলে পড়ার ঘটনার। এটি ALK এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ বিমান।
সুতরাং, ভিন্ন ঘটনার পুরো ভিডিওকে সিঙ্গাপুর এয়ারলাইনস বিমানের ঝাঁকুনির দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- People.com: Violent Turbulence Sends Flight Attendant Crashing Into a Plane’s Ceiling in Terrifying Video
- ABC News: Severe turbulence leaves 10 injured, throws flight attendant into ceiling
- Rumor Scanner Own Analysis