মুসলিম বিশ্ব এই মুহূর্তে পবিত্র রমজান মাস পালন করছে। গত ১১ মার্চ সৌদি আরবে শুরু হয়েছে রমজান মাস। ২২ মার্চ দেশটির পবিত্র নগরী মক্কার কাবা শরীফ প্রাঙ্গণে তারাবির নামাজে শরিক হন মুসুল্লিরা। দেশের একাধিক গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে, সেদিন তারাবির সময়ে মুসল্লিদের সংখ্যা এতই বেশি ছিল যে প্রথমবারের মতো কাবার মসজিদুল হারাম পেরিয়ে নামাজের কাতার গিয়েছিল তিন কিলোমিটারেরও বেশি দূরের মাআলা এলাকায়। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের বরাত দিয়ে এই দাবি করেছে গণমাধ্যম। তাছাড়া, উক্ত সময়ের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে জানিয়ে উক্ত ভিডিওর বিষয়টিও উল্লেখ করা হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে।
উক্ত দাবিতে গালফ নিউজের প্রতিবেদন দেখুন এখানে। গালফ নিউজের প্রতিবেদনে উক্ত তথ্যের বিষয়ে কোনো সূত্র উল্লেখ করা হয়নি বরং এ সংক্রান্ত এক্সে প্রকাশিত একটি ভিডিওকেই সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
একই দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন সময় টিভি, কালবেলা (ইউটিউব), ইনডিপেনডেন্ট টিভি, ডিবিসি নিউজ, চ্যানেল২৪, যমুনা টিভি (ফেসবুক), এটিএন নিউজ (ইউটিউব), আরটিভি, মাইটিভি (ইউটিউব), নিউজ২৪, যুগান্তর, নয়া দিগন্ত, ইনকিলাব, ভোরের ডাক, ঢাকা পোস্ট, জনবাণী, আমাদের সময়.কম, যায়যায়দিন, মানবকণ্ঠ, অর্থ সংবাদ, সময়ের কণ্ঠস্বর, দ্য ডেইলি ক্যাম্পাস, বিজনেস বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ, বাংলা ইনসাইডার, আমার সংবাদ, বাংলাদেশ টুডে, বিডি২৪লাইভ, স্টার সংবাদ, জুম বাংলা, ঢাকা টাইমস২৪ (ফেসবুক), এমটিনিউজ২৪, নিউজনাউ২৪, ঠিকানা নিউজ, বাংলা২৪লাইভ নিউজপেপার, বিডি২৪রিপোর্ট, ভিন্ন বার্তা, একুশে সংবাদ, সময়ের খবর, ঢাকা মেইল, বাণিজ্য প্রতিদিন, ঢাকা টুডে, বাংলাদেশ মোমেন্টস, আজকালের খবর, প্রবাস টাইমস, বায়ান্ন টিভি, সোনালী নিউজ, বাংলাদেশ জার্নাল, বাহান্ন নিউজ, প্রবাসীর দিগন্ত।
একই দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজের পোস্টসহ অন্যান্য পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবিতে গণমাধ্যমের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবিতে টিকটকের ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হারাম শরীফের যে ভিডিওটির মাধ্যমে আলোচিত দাবিটি গণমাধ্যমে এসেছে তা সাম্প্রতিক সময়ের নয় বরং গত বছরের রমজানের এই ভিডিও ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হলেও সৌদি আরবের গণমাধ্যমে এমন কোনো তথ্য মেলেনি। তাছাড়া, সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিও উক্ত দাবিটি সত্য নয় বলে জানিয়েছেন।
গালফ নিউজ যে ভিডিওটি প্রচার করছে সেটি পর্যবেক্ষণে দেখা যায়, এক্সে গাজী আলজেহানি নামে একটি অ্যাকাউন্ট থেকে গত ২৩ মার্চ এই ভিডিওটি পোস্ট করা হয়। ৩৭ সেকেন্ডের এই ভিডিওটি আজ সকাল পর্যন্ত মাত্র ৪৬৬ জন দেখেছেন৷
এই পোস্টের ক্যাপশনে আরবি ভাষায় যা লেখা রয়েছে তার বাংলা অনুবাদ করলেও একই দাবি দেখা যাচ্ছে। বলা হচ্ছে, কাবা শরীফ থেকে মুসুল্লিদের নামাজ আদায়ের কাতার প্রায় তিন কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে গেছে।
আমরা রিভার্স ইমেজ সার্চ করে একই ভিডিও গত বছর অর্থাৎ ২০২৩ সালের ১৮ এপ্রিল মাক্কাহ হারাম নামের একটি এক্স অ্যাকাউন্টে খুঁজে পেয়েছি।
আল মউয়ালা সিমেট্রির এই দৃশ্য সেসময় ফেসবুকের একটি পোস্টে এবং ইউটিউবের একটি ভিডিওতেও পাওয়া যায়।
মিশরীয় সংবাদ বেশরাহার ১৭ এপ্রিল (২০২৩) রাতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ২৭ রমজানের রাতে তারাবির নামাজের সময়ে মক্কার দৃশ্য এটি।
অর্থাৎ, এক বছরের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করেছে গালফ নিউজ, যার বরাতে দেশের একাধিক গণমাধ্যমেও ভুল তথ্য প্রচারিত হয়েছে।
রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে সৌদি আরবের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘No Rumors’ এর প্রতিষ্ঠাতা রায়ান আদিলের সাথে কথা বলেছি আমরা। রায়ান বলছেন, গত শুক্রবারের তারাবিতে বিশেষ কিছু হয়নি। সবসময় যেমন হয় তেমনই হয়েছিল। এজন্য এ সংক্রান্ত কোনো সংবাদও সৌদি গণমাধ্যমে নেই।
সেদিন মক্কার হারাম শরীফে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনকারী সাব্বির রায়হান তাহসিন নামে এক বাংলাদেশিও রিউমর স্ক্যানারকে একই তথ্য দিয়েছেন। তিনি বলছেন, “এখন হারাম শরীফে এত ভিড় শুরু হয়নি। আস্তে আস্তে হবে।”
তবে গালফ নিউজেরই গত বছরের এপ্রিলের এক সংবাদে সেসময় ২৭ রমজানের নামাজের কাতার মসজিদুল হারাম থেকে সাড়ে তিন কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃতি ঘটেছিল বলে উল্লেখ পাওয়া যায়।
মূলত, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে সৌদি আরবের মক্কায় সারাবিশ্বের মুসুল্লিরা জড়ো হয়েছেন। গত শুক্রবার (২২ মার্চ) তারাবির নামাজের সময়ের দৃশ্য দাবিতে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ একটি ভিডিও প্রচার করে দাবি করেছে, সেদিন মসজিদুল হারাম পেরিয়ে নামাজের কাতার গিয়েছিল তিন কিলোমিটারেরও বেশি দূরের মাআলা এলাকায়। উক্ত সংবাদের বরাতে বাংলাদেশের একাধিক গণমাধ্যমেও একই সংবাদ প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ২০২৩ সালের এপ্রিলের। সেসময় ২৭ রমজানের রাতে মসজিদুল হারামের কাছে অবস্থিত আল মউয়ালা সিমেট্রির দৃশ্য এটি। তাছাড়া, হারাম শরীফে গত শুক্রবার তারাবির নামাজে মুসুল্লিদের যে দীর্ঘ স্রোতের তথ্য প্রচার করা হয়েছে তারও কোনো নির্ভরযোগ্য কোনো সূত্র মেলেনি।
সুতরাং, গত ২২ মার্চ মক্কার হারাম শরীফে তারাবির নামাজের সময়ের দৃশ্য দাবিতে এক বছরের পুরোনো ভিডিও প্রচার করে মসজিদুল হারাম পেরিয়ে সেদিন নামাজের কাতার তিন কিলোমিটারেরও বেশি দূর পৌঁছেছিল বলে গণমাধ্যমে দাবি করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Makkah Haraam: X Post
- Besraha: There is no place for human beings
- Statement from Ryan Adil
- Statement from Sabbir Rayhan
- Rumor Scanner’s own analysis
হালনাগাদ/ Update
২৫ মার্চ ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে একাধিক গণমাধ্যমে একই দাবি সম্বলিত প্রতিবেদন আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত প্রতিবেদনগুলোকে দাবি হিসেবে যুক্ত করা হলো।