সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘This is the border fence Mexico built on their border with Guatemala to keep out freeloaders’ শীর্ষক শিরোনামে একটি বর্ডার ফেন্সের (সীমান্ত প্রাচীর) ছবিকে মেক্সিকো ও গুয়াতেমালার সীমানা প্রাচীর হিসেবে দাবি করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোষ্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।

টুইটারে একই দাবিতে প্রচারিত টুইট দেখুন এখানে।
টুইটের আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা সীমানা প্রাচীরের ছবিটি মেক্সিকো-গুয়াতেমালার বর্ডারের নয় বরং এটি ইজরায়েল ও মিশরের মধ্যবর্তী সীমান্ত প্রাচীরের ছবি।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মধ্যপ্রাচ্য ও আফ্রিকাভিত্তিক সংবাদমাধ্যম Middle East Eye এর ওয়েবসাইটে ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। সেই প্রতিবেদনে বলা হয়, এটি মিসর-ইজরায়েল বর্ডারের ধারণকৃত ছবি।

উপরোক্ত তথ্যের সূত্র ধরে ছবিটির প্রকৃত উৎস অনুসন্ধান করতে গিয়ে ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘Getty Images’ এর ওয়েবসাইটে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। যেখানে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ১৫ই ফেব্রুয়ারি ইজরায়েল-মিশরের সীমান্তবর্তী এলাকা রেড সি রিসোর্ট টাউন থেকে ছবিটি তুলেছেন Ahmad Gharabli নামক একজন আলোকচিত্রী।

এছাড়াও রিসার্ভ ইমেজ সার্চের মাধ্যমে Speigel International এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে সমজাতীয় একটি ছবি খুঁজে পাওয়া যায়। ২০১২ সালে প্রকাশিত প্রতিবেদনটিতে দেখা যায়, আবির সুলতান নামক একজন চিত্রগ্রাহক মিশর-ইজরায়েল বর্ডারে চিত্রটি ধারণ করেছিলেন।

অর্থাৎ, উপরোক্ত তথ্য প্রমাণ থেকে এটা নিশ্চিত যে, আলোচিত ছবিটি ইজরায়েল-মিশরের সীমান্ত প্রাচীরের ছবি।
মূলত, ২০১২ সালে Ahmad Gharabli নামের এক আলোকচিত্রী মিশর-ইজরায়েল সীমান্তবর্তী এলাকার রেড সি রিসোর্ট টাউন থেকে মিশর-ইজরায়েলের সীমান্ত প্রাচীরের একটি ছবি ধারণ করেন। উক্ত ছবিটিকেই সাম্প্রতিক সময়ে মেক্সিকো-গুয়াতেমালার সীমান্ত প্রাচীরের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে।
সুতরাং, মিশর-ইজরায়েলের সীমান্ত প্রাচীরের ছবিকে মেক্সিকো-গুয়াতেমালার সীমান্ত প্রাচীরের ছবি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Middle-East Eye: Israeli soldiers fired on migrants at Egyptian border: Report
- Spiegel International: Israel’s Increasing Skepticism of its Neighbors Getty image