সম্প্রতি, “বড়লোক্স নায়কদের ব্যবহৃত সোনায় মোড়ানো টিস্যু” শীর্ষক শিরোনামে স্বর্ণালংকারে আবৃত টয়েলেট টিস্যুর একাধিক ছবি বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ছবিগুলো দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্বর্ণালংকারে আবৃত টয়েলেট টিস্যুর ছবিগুলো বাস্তব নয় বরং ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Sara Shakeel নামক একজন ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৯ মার্চ করা একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টের সাথে আলোচিত ছবি গুলোর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

এই পোস্ট থেকে জানা যায়, পোস্টকারি এই ছবিগুলো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করেছেন।
পরবর্তীতে উক্ত ইনসটাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি আরও বহু ডিজিটাল আর্টওয়ার্কের সন্ধান পায়।

যা থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, এই ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডিজিটাল আর্টওয়ার্ক তৈরি করে থাকেন।
মূলত, Sara Shakeel নামের একজন শিল্পী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে স্বর্ণালংকারে আবৃত টয়েলেট টিস্যুর কিছু ছবি তৈরি করেন। উক্ত ছবিগুলোকেই বাস্তব ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি বিভিন্ন ছবিকে বাস্তব দাবিতে প্রচার করা হলে সেগুলো শনাক্ত বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরিকৃত স্বর্ণালংকারে আবৃত টয়েলেট টিস্যুর কিছু ছবি বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Sara Shakeel – Instagram Post
- Rumor Scanner’s own analysis