সম্প্রতি, ফিলিস্তিনিদের পক্ষে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের রাস্তায় মানুষের বিক্ষোভ মিছিলের ঘটনায় একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যা সাম্প্রতিক সময়ের বলে দাবি করা হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত এমনকিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শিকাগোতে সম্প্রতি ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ মিছিল হলেও প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২১ সালের একটি ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে AMU Citizens নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২১ সালের ১৭ মে আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, সে সময় শিকাগোতে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ মিছিল হয়।
পরবর্তীতে আরো অনুসন্ধান করে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ABC7 Chicago এর ওয়েবসাইটে ২০২১ সালের ১৩ মে “Thousands protest in downtown Chicago over Israel-Palestine conflict” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, জেরুজালেমে ইসরায়েলি কর্মকাণ্ড এবং ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় এবং ইসরায়েলের করা গাজায় বিমান হামলার প্রতিবাদে শিকাগো শহরের কেন্দ্রস্থলে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল।
এছাড়া, উক্ত প্রতিবেদনে সংযুক্ত এ সংক্রান্ত একটি ভিডিওর সাথেও আলোচিত ভিডিওটির মিল রয়েছে।
পাশাপাশি, একই দিনে ABC7 Chicago এর ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, আলোচিত বিক্ষোভ মিছিলের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
তবে, এই ভিডিওটি ২০২১ সালের হলেও সম্প্রতি শিকাগোতে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাতের ঘটনাতেও বিক্ষোভ মিছিল হয়েছে।
মূলত, সম্প্রতি ফিলিস্তিনিদের পক্ষে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের রাস্তায় মানুষের বিক্ষোভ মিছিলের ঘটনায় একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যা সাম্প্রতিক সময়ের বলে দাবি করা হচ্ছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গত ০৭ অক্টোবর শুরু হওয়া ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাতের ঘটনায় শিকাগো শহরে বিক্ষোভ হলেও আলোচিত ভিডিওটি উক্ত ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২১ সালে ইসরায়েল কর্তৃক গাজায় বিমান হামলার ঘটনার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত ইস্যুতে একাধিক ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ইতোমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার৷
সুতরাং, যুক্তরাষ্ট্রের শিকাগোতে ফিলিস্তিনিদের পক্ষে মানুষের বিক্ষোভ মিছিলের ২০২১ সালের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- AMU Citizens: Facebook Post
- ABC7 Chicago: Thousands protest in downtown Chicago over Israel-Palestine conflict
- ABC7 Chicago YouTube Channel: LIVE: Chicago protest over Israeli actions in Palestine draws hundreds