বৃহস্পতিবার, মে 22, 2025

শেখ হাসিনার নববর্ষের শুভেচ্ছা জানানোর ভিডিওটি গত বছরের

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা দাবিতে শেখ হাসিনার একটি ভিডিও বার্তা ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলা নববর্ষ উপলক্ষে শেখ হাসিনার ভিডিও বার্তাটি বাংলা নববর্ষ ১৪৩২-এর নয়। প্রকৃতপক্ষে, গত বছর বাংলা নববর্ষ ১৪৩১-এর ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে। তাছাড়া, বাংলা নববর্ষ  ১৪৩২ উপলক্ষে শেখ হাসিনা বিবৃতি দিলেও ভিডিও বার্তা দেননি।

এই বিষয়ে অনুসন্ধানে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৩ এপ্রিল ‘পহেলা বৈশাখ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা’ শীর্ষক ক্যাপশনে ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

এই ভিডিও থেকে শেখ হাসিনার বক্তব্য থেকে “বঙ্গাব্দ ১৪৩১” অংশটুকু কেটে দিয়ে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে।

এছাড়াও, সে সময় চ্যানেল 24, এখন টিভি এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনেও ভিডিওটি পাওয়া যায়।

অর্থাৎ, নববর্ষ উপলক্ষে শেখ হাসিনার ভিডিও বার্তাটি বাংলা নববর্ষ ১৪৩১ এর।

শেখ হাসিনা বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কোনো ভিডিও বার্তা দিয়েছেন কিনা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে, বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ১৩ এপ্রিল ‘বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী’ শীর্ষক শিরোনামে একটি বিবৃতি খুঁজে পাওয়া যায়।

সুতরাং, বাংলা নববর্ষ ১৪৩১-এর ভিডিও বার্তাকে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img