ভারতে চন্দ্র অভিযান নিয়ে পুরোনো একটি কৌতুক ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার

সম্প্রতি,‘বাংলাদেশের চন্দ্র অভিযান’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন, পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের চন্দ্র অভিযানের দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি ভারতের। ভারতীয় অভিনেতা পূর্ণচন্দ্র মহীশুর ভারতের বেঙ্গালুরুতে রাস্তার অবস্থা তুলে ধরার জন্য ২০১৯ সালে এই ভিডিওটি তৈরি করেন।

ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ‘The Guardian’ এ গত ২০১৯ সালের ৩ সেপ্টেম্বরে “Walking on the moon? Indian actor walks on crater-like potholes – video” এই শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner

প্রতিবেদনটি থেকে জানা যায়, ভারতীয় অভিনেতা পূর্ণচন্দ্র মহীশুর ভারতের বেঙ্গালুরুতে রাস্তার অবস্থা তুলে ধরার জন্য চিত্রশিল্পী বাদল নাঞ্জুনদাস্বামীর দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ভিডিওটি তৈরি করেন।

পরবর্তীতে অনুসন্ধানের মাধ্যমে, ভারতীয় চিত্রশিল্পী বাদল নাঞ্জুনদাস্বামীর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০১৯ সালের ২ সেপ্টেম্বরে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot from ‘X’

মূলত, গত ২৩ আগস্ট ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ চাঁদের বুকে সফলভাবে অবতরণ করে। এরপর থেকে এই বিষয়টি নিয়ে ভারতসহ পুরো বিশ্বে আলোচনা শুরু হয়। সেই প্রেক্ষিতে চন্দ্র অভিযান নিয়ে একটি কৌতুক দৃশ্য বাংলাদেশের দাবিতে ফেসবুকে প্রচার করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, ২০১৯ সালে ভারতীয় অভিনেতা পূর্ণচন্দ্র মহীশুর ভারতের বেঙ্গালুরুর রাস্তার অবস্থা তুলে ধরার জন্য এই ভিডিওটি তৈরি করেছিলেন।

উল্লেখ্য, চতুর্থ দেশ হিসেবে গত ২৩ আগস্ট ভারতের মহাকাশযান ‘চন্দ্রযান-৩’ চাঁদের বুকে সফলভাবে অবতরণ করে।

সুতরাং, ভারতের বেঙ্গালুরুর রাস্তার একটি পুরোনো ভিডিও বাংলাদেশের দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img