সম্প্রতি, ‘জুলাই বিদ্রোহের গ্রাফিতিতে’ বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছাপানো শুরু করেছে শীর্ষক দাবিতে একটি ব্যাংকনোটের ছবি সামাজিক মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জুলাই বিদ্রোহের গ্রাফিতিতে বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছাপানো শুরু করেছে শীর্ষক দাবিতে ১০০ টাকার নোটের প্রচারিত ছবিটি আসল নয় বরং, সাবেক গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর যুক্ত ১০০ টাকার নোটের ছবি সম্পাদনা করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ‘sozoo.today’ নামক একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাথে সাদৃশ্য আছে গত ০৭ ডিসেম্বর আপলোডকৃত এমন একটি ছবি খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টের ক্যাপশনে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে সূত্র হিসেবে উল্লেখ করে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক বর্তমান নকশা পরিবর্তন করে জুলাইয়ের গণঅভ্যুত্থানের বৈশিষ্ট্য যোগ করে নতুন নোট ছাপছে বলে ইউএনবি প্রতিবেদন করেছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট ছাপানো হচ্ছে।
আরও জানানো হয়, নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। ধর্মীয় স্থাপনা, বাংলা সংস্কৃতি এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় আঁকা ‘গ্রাফিতি’ যুক্ত করা হবে বলে জানানো হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে নতুন নোট বাজারে ছাড়ার কথা রয়েছে।
আরও জানান, কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে চার ধরনের নোটের নকশা পরিবর্তন করা হচ্ছে এবং পর্যায়ক্রমে সব ধরনের নোটের নকশা পুনর্নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে।
তবে, এই পোস্টে টাকাটির এই ডিজাইনের বিষয়ে কিছু উল্লেখ নেই। এই তথ্যের সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এর নাম। গণমাধ্যমটির ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রতিবেদনেও ছবিটির উল্লেখ নেই। প্রতিবেদনটিতে সূত্র হিসেবে ইউএনবিকে উল্লেখ করা। পরবর্তীতে, ইউএনবি এর ওয়েবসাইটে প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। কিন্তু এই প্রতিবেদনেও উক্ত ছবির উল্লেখ নেই।
অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ব্যাংকনোটের ছবিটি পর্যবেক্ষণ করে এতে ‘তুমি কে আমি কে বিকল্প বিকল্প’ গ্রাফিতি এবং গভর্নর হিসেবে ফজলে কবিরের স্বাক্ষর দেখতে পাওয়া যায়। এছাড়াও, ব্যাংকনোটটিতে ‘জ ম 1359364’ নাম্বার যুক্ত রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের ১১তম গভর্নর হিসেবে ফজলে কবির ২০১৬ সালের ২০ মার্চ থেকে ২০২০ সালের ৩ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর।
অর্থাৎ, এটা নিশ্চিত যে বাংলাদেশ ব্যাংক ১০০ টাকার নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়লে বা ছাপালে তাতে বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষর থাকবে। কিন্তু আলোচিত দাবিতে প্রচারিত ১০০ টাকার নোটটিতে ১১তম গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর রয়েছে। তাই প্রতীয়মান হয় যে এই নোটটি আসল নয় বা সম্পাদিত।
পরবর্তীতে, আলোচিত নোটটিতে থাকা ‘জ ম 1359364’ নাম্বারের সূত্র ধরে অনলাইনভিত্তিক মুদ্রা ক্যাটালগ নুমিস্তার ওয়েবসাইটে ‘জ ম 1359364’ নাম্বার যুক্ত ১০০ টাকার নোটের একটি ছবি খুঁজে পাওয়া যায়।
এই ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ১০০ টাকার ব্যাংক নোটে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে সম্পাদনা করে তাতে ‘তুমি কে আমি কে বিকল্প বিকল্প’ গ্রাফিতি যুক্ত করা হয়েছে।
সুতরাং, ‘তুমি কে আমি কে বিকল্প বিকল্প’ গ্রাফিতি যুক্ত ‘জুলাই বিদ্রোহের গ্রাফিতিতে’ বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছাপানো শুরু করেছে শীর্ষক দাবিতে ১০০ টাকার নোটের প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Website: Numista
- Sozoo.today: Instagram post
- The Financial Express: New notes with ‘graffiti’, without Mujib image within 6 months
- UNB: Govt approves new banknote designs featuring heritage, monuments
- Rumor Scanner’s Own Analysis