সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের পোস্টের স্ক্রিনশট দাবিতে দুইটি স্ক্রিনশট কোলাজ করে প্রচার করা হয়েছে।
দুই স্ক্রিনশট সম্বলিত প্রচারিত কোলাজ ছবিতে যা দেখা যাচ্ছে- অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলের পোস্টটিতে প্রথমে লেখা ছিল, ‘শোকর আলহামদুলিল্লাহ
ভারতে আবার ১০৫ টন ইলিশ রপ্তানির অনুমতি দিলো সরকার’
পরবর্তীতে তিনি পোস্টটি এডিট করে রাখেন, ‘শোকর আলহামদুল্লিাহ’
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল সম্প্রতি ভারতে ১০৫ টন ইলিশ রপ্তানি নিয়ে কোনো পোস্ট করেননি। প্রকৃতপক্ষে, গত ০৩ নভেম্বর রাতে তার ফেসবুক পেজে দেওয়া ‘শোকর আলহামদুলিল্লাহ!’ শীর্ষক পোস্টটি সম্পাদনা করে আলোচিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে আসিফ নজরুলের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ০৩ নভেম্বর রাত ১১:৪৭ এ করা একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন ‘শোকর আলহামদুলিল্লাহ!’
পোস্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পোস্টটিতে ‘শোকর আলহামদুলিল্লাহ!’ শীর্ষক টেক্সট ছাড়া আর কোনো বাক্য ছিল না। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পর্যন্ত তিনি পোস্টটি সম্পাদনা করেননি।
অর্থাৎ, আসিফ নজরুলের এই পোস্টটির স্ক্রিনশট সম্পাদনা করে তাতে এডিট হিস্ট্রি যুক্ত করে আলোচিত আলোচিত স্ক্রিনশট কোলাজ তৈরি করা হয়েছে।
সুতরাং, আসিফ নজরুলের ফেসবুক পোস্টের এডিট হিস্ট্রি দাবিতে প্রচারিত স্ক্রিনশট দুইটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Dr. Asif Nazrul: Facebook Post
- Rumor Scanner’s Own Analysis