সম্প্রতি “পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে পুঁতে রাখা ১০ তরুণীর লাশ উদ্ধার” শীর্ষক শিরোনামে বাংলাদেশ পুলিশের পোশাক পরিহিত একটি ছবি ব্যবহার করে একটি সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে ১০ তরুণীর লাশ উদ্ধারের ঘটনাটি বাংলাদেশের কোন স্থানের নয় বরং ঘটনাটি মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে জানা যায় সংবাদে ব্যবহৃত ছবিটি ফেনীতে ব্যবসায়ীর থেকে স্বর্ণের বার লুট করার অভিযোগে গ্রেফতারকৃত ডিবি কর্মকর্তাদের। গত ১১ আগস্ট ‘স্বর্ণের বার লুটের মামলায় ডিবির ছয় কর্মকর্তা রিমান্ডে‘ শিরোনামে একাধিক সংবাদমাধ্যমে ছবিটি প্রকাশিত হয়।
UNB এর Snatching gold bars: 5 Feni DB officials remanded again শিরোনামে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
এছাড়া, কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেখা যায় পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে পুঁতে রাখা ১০ তরুণীর লাশ উদ্ধারের ঘটনাটি এল সালভাদরের। গত ১৫ ই মে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় এবং পরবর্তীতে ১৬ ই মে বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছিলো।
অর্থাৎ, এল সালভাদরের এক সাবেক পুলিশ কর্মকর্তার ঘটনার সাথে বাংলাদেশের পুলিশের ভিন্ন ঘটনার একটি ছবি যুক্ত করে ভুঁইফোঁড় কিছু পোর্টালের দ্বারা সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
ব্যবহারকারীদের বিভ্রান্ত হওয়ার নমুনাঃ
সর্বোপরি, পোস্টে ব্যবহৃত শিরোনাম এবং ছবির ফলে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় রিউমর স্ক্যানার টিম বিষয়টিকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে পুঁতে রাখা ১০ তরুণীর লাশ উদ্ধার
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]