সম্প্রতি,বাংলাদেশি ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের একটি মন্তব্য প্রচার করে দাবি করা হচ্ছে যে, তিনি বলেছেন মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটার আমাদের দলে থাকলে আমরা বিশ্বকাপ জিততাম।
টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,চলমান বিশ্বকাপকে ঘিরে মোহাম্মদ রিজওয়ান মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে এমন মন্তব্য করেননি। ২০২২ এশিয়া কাপে মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তান বনাম ভারত ম্যাচের একটি সাক্ষাৎকারকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে। এছাড়া পাকিস্তান এখনো বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বর্তমানে দলটির অবস্থান পঞ্চম।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটির শুরুতে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান এর একটি সাক্ষাৎকারের খণ্ডাংশ দেখানো হয়। পরবর্তীতে ভিডিওটিতে সংবাদ উপস্থাপনের মতো বলা হয়, ‘টানা পরাজয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলো পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জাজনক হারের পর হতাশ পাকিস্তানি ক্রিকেটাররা। ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে ম্যাচ হারার কারণ হিসেবে ব্যাটসম্যানদের দোষলেন রিজওয়ান। তিনি বলেন এই পিচে আরও রান করা উচিত ছিলো। আমাদের ব্যাটসম্যানরা ফর্মে নেই। আমাদের দুর্ভাগ্য আমাদের একজন মাহমুদউল্লাহ রিয়াদ নেই….।’
উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে বাংলাদেশ কিংবা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমে এ সংক্রান্ত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে,আলোচিত ভিডিওটিতে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের হাতে থাকা মাইকে এশিয়া কাপ এর উল্লেখ দেখতে পাওয়া যায়। ভিডিওটি এশিয়া কাপের কোনো একটি ম্যাচের হওয়ার সম্ভাবনা ধরে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে ২০২২ সালের ৫ সেপ্টেম্বর ‘Cricket Enthusiast’ নামক একটি ইউটিউব চ্যানেলে “Mohammad Rizwan interview after winning the match against India। Asia Cup 2023। PTV Sports।” শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির একটি খণ্ডাংশের সাথে আলোচিত দাবিটি যুক্ত করে প্রচার করা হচ্ছে।
উক্ত ভিডিওটি মূলত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২২ এর সুপার ফোর এর প্রথম ম্যাচে পাকিস্তান এবং ভারতের মধ্যবর্তী ম্যাচ পরবর্তী পারফরম্যান্স নিয়ে মোহাম্মদ রিজওয়ান এর ইন্টারভিউ নেওয়া হয়৷ যেখানে তিনি বলেন, ভারত বনাম পাকিস্তান ম্যাচ ফাইনাল ম্যাচ এর মতো। এটা শুধু দুইটি দেশে নয় বরং পুরো ক্রিকেট বিশ্বের লোকজন দেখছেন…।
অর্থাৎ, ২০২২ সালের এশিয়া কাপের পাকিস্তান এবং ভারতের মধ্যকার একটি ম্যাচকে চলমান বিশ্বকাপ দাবি করে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের নামে ভুয়া মন্তব্য ছড়ানো হচ্ছে।
এছাড়া গত ৩১ অক্টোবর ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে ‘Pakistan can still qualify for World Cup semi-finals if Australia, Afghanistan, New Zealand…: All scenarios explained’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তান এখনো বিশ্বাপ থেকে বাদ পড়ে যায়নি। পাকিস্তান এখনো বিশ্বকাপের সেমি ফাইনাল রাউন্ডে উঠার সম্ভাবনা রয়েছে।
মূলত,‘মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটার আমাদের দলে থাকলে আমরা বিশ্বকাপ জিততাম’ শীর্ষক মন্তব্যকে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের মন্তব্য এবং চলমান বিশ্বকাপের দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানে দেখেছে চলমান বিশ্বকাপকে ঘিরে মোহাম্মদ রিজওয়ান মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি এবং ২০২২ সালে এশিয়া কাপে মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তান বনাম ভারত ম্যাচের পর দেওয়া একটি সাক্ষাৎকারের ভিডিওর খন্ডাংশকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
সুতরাং,’মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটার আমাদের দলে থাকলে আমরা বিশ্বকাপ জিততাম’ শীর্ষক মন্তব্যকে মোহাম্মদ রিজওয়ানের মন্তব্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে ; যা মিথ্যা
তথ্যসূত্র
- Cricket Enthusiast : Mohammad Rizwan interview after winning the match against India। Asia Cup 2023। PTV Sports।
- Espncricinfo :Rizwan,Nawaz star as Pakistan clinch a classic
- Hindustan Times: ‘Pakistan can still qualify for World Cup semi-finals if Australia, Afghanistan, New Zealand…: All scenarios explained’
- Rumor Scanner’s Analysis