শেখ হাসিনার মৃত্যুর গুজব

গত ০৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন দাবিতে গত ০১ ডিসেম্বর সম্প্রতি শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)

এই প্রতিবেদন লেখা অবধি টিকটকে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১ লক্ষ ৭০ হাজার বারেরও বেশি। এছাড়াও ভিডিওটিতে প্রায় ৩ হাজারেরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ৯ শত বারের বেশি শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যনার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা যাননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। 

ভিডিওতে সংযুক্ত অডিওতে শেখ হাসিনা মারা গেছেন এমন দাবি করলেও এই দাবি সপক্ষে কোনো তথ্য প্রমাণ দেখানো হয়নি। শেখ হাসিনার মৃত্যুর বিষয়টি ব্রেকিং নিউজ হচ্ছে বলেও ভিডিওতে দাবি করা হয়। ভিডিওতে আরও বলা হয়, শেখ হাসিনা হার্ট অ্যাটাক করেছেন এবং এমন কিছু হতে পারে এটা সবার ধারণা তবে এটা জানার সুযোগ নেই বলেও দাবি করা হয়। ভিডিওর শেষ দিকে শেখ হাসিনাকে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেখানে অনেক মানুষের উপস্থিতি ছিল বলে দাবি করা হয়। তবে, আলোচিত ভিডিওতে সংযুক্ত অডিওতে অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। এতে অডিওর ধারাবাহিকতা ছিলনা।

স্বাভাবিকভাবে একজন সাবেক প্রধানমন্ত্রী  মারা গেলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হবার কথা কিন্তু দেশিয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এমন কোনো তথ্য মেলেনি।

এছাড়া, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের  ফেসবুক পেজ, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের এক্স অ্যাকাউন্ট এবং আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে শেখ হাসিনার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, টিকটকে শেখ হাসিনার মৃত্যুর দাবিটি ০১ ডিসেম্বর প্রচার করা হলেও পরদিন ০২ ডিসেম্বর শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুমে এক ভার্চুয়াল (আর্কাইভ) সভায় যোগ দিয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে কথা বলেন।

সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img