শুক্রবার, মার্চ 29, 2024
spot_img

Fact Check: লকডাউনে শর্তসাপেক্ষে গণপরিবহণ চলার সংবাদটি ভুয়া

সম্প্রতি “শর্তসাপেক্ষে চলবে গণপরিবহন – হতে পারে সাধারণ লকডাউন” শীর্ষক একটি তথ্য বিভিন্ন ভুঁইফোঁড় অনলাইন পোর্টালের বরাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। বিভিন্ন অনলাইন পোর্টালে ভাইরাল কিছু প্রতিবেদনের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শর্তসাপেক্ষে গণপরিবহন চলাচলের বিষয়ে সাম্প্রতিক সময়ে সরকার কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি অর্থাৎ সাধারণ লকডাউনের তথ্যটিও ভিত্তিহীন।

মূলত, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনলাইন পোর্টালগুলোর সংবাদের শিরোনামে শর্তস্বাপেক্ষে গণপরিবহন চলার বিষয়টি উল্লেখ থাকলেও সংবাদের বিস্তারিত অংশে গণপরিবহন চালু ও সম্ভাব্য সাধারণ লকডাউন সম্পর্কিত কোন তথ্য নেই। গত ০৫ জুলাই বাংলা ট্রিবিউনে প্রকাশিত “অন্য বাস বন্ধ না করেই ফ্রাঞ্চাইজি বাস চালুর ঘোষণা” শিরোনামের একটি প্রতিবেদনের লেখা কপি করে কিছু শব্দ পরিবর্তন ও বাড়তি যতিচিহ্ন ব্যবহার করেই মূলত “শর্তসাপেক্ষে চলবে গণপরিবহন” শীর্ষক সংবাদটি তৈরি করা হয়েছে।

এছাড়া দেশীয় মূলধারার গণমাধ্যমে এই সংক্রান্ত কোন তথ্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৩ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ২৩ জুলাই ভোর ০৬ টা হতে আগামী ০৫ আগস্ট দিবাগত রাত ১২ টা পর্যন্ত কঠোর লকডাউনের কথা বলা হয়েছে।

পাশাপাশি, গত ১৯ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জনাব রেজাউল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে, পূর্বে জারি করা বিধি-নিষেধের আওতা থেকে শুধুমাত্র খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত মিল-কারখানা, কোরবানির পশুর চামড়া পরিবহন এবং ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে এই কঠোর বিধি-নিষেধের আওতার বাইরে জানানো হয়েছে।

সুতরাং, এই প্রজ্ঞাপনেও গণপরিবহণকে কঠোর বিধি-নিষেধের আওতামুক্ত জানানো হয়নি এবং সাধারণ লকডাউন সংক্রান্ত কোনো তথ্য দেয়া হয়নি।

সুতরাং, শর্তসাপেক্ষে গণপরিবহন চলাচল ও সম্ভাব্য সাধারণ লকডাউনের সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: শর্তসাপেক্ষে চলবে গণপরিবহন হতে পারে সাধারণ লকডাউন
  • Claimed By: Facebook Posts, Online Portal
  • Fact Check: False

[/su_box]

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img