সম্প্রতি, জনপ্রিয় অভিনেতা মনোজ প্রামানিক অভিনেতার পাশাপাশি তিনি এখন একজন কাস্টমস অফিসার শীর্ষক দাবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফেসবুকে উক্ত দাবিতে পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিনেতা মনোজ প্রামানিক অভিনেতার পাশাপাশি এখন একজন কাস্টমস অফিসার শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, অভিনয়ের জন্য কাস্টমস অফিসারের ড্রেস পরা ছবি ও ভিডিও থেকেই আলোচিত দাবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অনুন্ধানের শুরুতে মনোজ প্রামানিক এর ফেসবুক পেজে গত ২০ জানুয়ারী কয়েকটি ছবিসহ একটি পোস্ট পাওয়া যায়, পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘সেদিন সারাদিন এয়ারপোর্টে দারুণ একটা অদ্ভুত সুন্দর দিন কাটালাম। অভিনয়ের জন্য কাস্টমস অফিসারের ড্রেস পরে পুরোদিন এয়ারপোর্টে ছিলাম, আর এর মাঝেই অনেক মজার মোমেন্ট তৈরি হলো। সবচেয়ে মজার ব্যাপার ছিল, বেশিরভাগ মানুষ, বিশেষ করে বয়স্করা আর বিদেশিরা—আমাকে সত্যিকারের কাস্টমস অফিসার ভেবে নানা রকম হেল্প বা ডিরেকশন চাইতে আসলো। আমিও খুশি মনে সাধ্যমতো সাহায্য করেছি। একেক সময় একেক চরিত্রে ডুবে যাওয়া আমার দারুণ লাগে। আপনারা কী মনে করেন? আমাকে কোন ধরনের চরিত্রে সবচেয়ে মানায়? জানাতে ভুলবেন না! আর হ্যা আপনাকে ভালোবাসায় আমি মুগ্ধ সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সবসময়ই পাশে থাকবেন। খুব ভালোবাসি আপনাদের সবাইকে

অর্থাৎ, এই পোস্ট থেকে নিশ্চিত যে মনোজ প্রামানিক অভিনয়ের জন্য কাস্টমস অফিসারের ড্রেস পরা ছবি বা ভিডিও থেকে আলোচিত দাবিটি ছড়িয়ে পড়েছে।
পরবর্তীতে, দাবিটির সূত্রপাত খুঁজতে মনোজ প্রামানিকের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ২০ জানুয়ারী ‘আগের চাকরিতে ফেরত যাবো নাকি কাস্টমসের চাকরিতেই থাকবো??’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে মনোজ প্রামানিককে বলতে দেখা যায়, জবটা চেন্জ করে ফেললাম, এ্যাক্টিংও ছেড়ে দিয়েছি, টিচিংও ছেড়ে দিছি, এখন আমি কাস্টমসে আছি। আপনারা যারা বিমান বন্দর দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল সেকশন দিয়ে যারা যাবেন দেশের বাইরে, দেখা হবে, সি ইউ, টাটা বাই বাই।’

গত ১৯ জানুয়ারী #airport হ্যাশট্যাগে আপলোডকৃত আর একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

এছাড়া, গত ১৮ জানুয়ারী ছবি যুক্ত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে বলা হয়, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো? কাস্টমস অফিসার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা

অর্থাৎ, মনোজ প্রামানিক এর ফেসবুকে আপলোডকৃত ছবি ও ভিডিওর ক্যাপশন এবং ভিডিওতে বলা কথা থেকে বিভ্রান্তিকরভাবে আলোচিত দাবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সুতরাং, অভিনেতা মনোজ প্রামানিক অভিনেতার পাশাপাশি তিনি এখন একজন কাস্টমস অফিসার শীর্ষক দাবি সমাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।