যুক্তরাষ্ট্রের নাগরিক ১৫০ ডলারের পরিবর্তে ভুলে ১৫০০ নয়, ১৫,০০০ ডলার দান করার দাবি করেছেন

সম্প্রতি, “বাংলাদেশি সংস্থাকে ১৫০ ডলারের পরিবর্তে ভুলে ১৫০০ ডলার দান” শীর্ষক শিরোনামে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনের বিস্তারিত অংশে যা দাবি করা হচ্ছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাইকেল নামক এক ব্যক্তি ত্রাণ সহায়তা নিয়ে কাজ করা বাংলাদেশি একটি দাতব্য সংস্থাকে ১৫০ ডলার দান করতে গিয়ে ভুলে ১৫০০ ডলার দান করেছেন।

উক্ত দাবিতে প্রকাশিত সংবাদ প্রতিবেদন দেখুন চ্যানেল ২৪জুম বাংলা

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাইকেল নামক এক ব্যক্তি বাংলাদেশের একটি দাতব্য সংস্থাকে ১৫০ ডলার দান করতে গিয়ে ভুলে ১৫০০ ডলার দান করেননি বরং ১৫০ ডলার দান করতে গিয়ে ভুলে ১৫ হাজার ডলার দান করেছেন। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত বিষয়ে দেশীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর তথ্যসূত্রে উল্লেখিত নিউইয়র্ক পোস্ট এবং হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের খোঁজ করে রিউমর স্ক্যানার।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ‘New York Post’ এ ওয়েবসাইটে গত ২৭ জুন “California man mistakenly donates $15K instead of $150 to food relief program: ‘Yikes” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।

Screenshot from ‘New York post,

প্রতিবেদনটিতে সামাজিক মাধ্যম রেডিট এর এক পোস্টের বরাত দিয়ে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাইকেল নামক এক ব্যক্তি বাংলাদেশের একটি দাতব্য সংস্থাকে

ক্যালিফোর্নিয়ার একজন ব্যক্তি ১৫০ ডলার দান করতে গিয়ে ভুলে ১৫ হাজার ডলার দান করেছেন।

পরবর্তীতে, নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে একমাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডডিট এ ‘TIFU’ নামক ব্যবহারকারীর “TIFU by donating $15,041 to a poor community in Bangladesh instead of the $150 donation I intended.” শীর্ষক দাবিতেপ্রকাশিত পোস্টটি খুঁজে পাওয়া যায়।

Screenshot from ‘New York post,

সে পোস্টে ঐ ব্যক্তি দাবি করেন, বাংলাদেশি একটি দাতব্য সংস্থায় ১৫০ ডলার দান করতে গিয়ে তিনি ভুলে ১৫,০৪১ ডলার দান করেন।

দেশীয় গণমাধ্যমের তথ্যসূত্রে ব্যবহৃত ‘হিন্দুস্তান টাইমস’ এর প্রতিবেদনেও ক্যালিফোর্নিয়ার ঐ ব্যক্তি কর্তৃক ভুলে ১৫,০০০ ডলার দান করার কথা উল্লেখ করা হয়।

এছাড়া, উক্ত বিষয়ে আমেরিকান গণমাধ্যম ‘Today’ এর ওয়েবসাইটে গত ২৬ জুন “Man accidentally donates $15K instead of $150 to food relief fundraiser, chaos ensues” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from ‘Today’

উক্ত প্রতিবেদনেও নিউইয়র্ক পোস্ট ও হিন্দুস্তান টাইমস এর ন্যায় একই তথ্য উল্লেখ করা হয়।

মূলত, গত মাসে সামাজিক মাধ্যম রেডিটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাইকেল নামক এক ব্যক্তি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ‘গো ফান্ড মি’ এর মাধ্যমে ত্রাণ সহায়তা নিয়ে কাজ করা বাংলাদেশি একটি দাতব্য সংস্থাকে ১৫০ ডলার দান করতে গিয়ে ভুলে ১৫ হাজার ডলার দান করেছেন বলে দাবি করেন। উক্ত বিষয়টি নিয়ে নিউইয়র্ক পোস্টসহ বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। পরবর্তীতে নিউইয়র্ক পোস্টের বরাতে দেশীয় একাধিক গণমাধ্যমে উক্ত বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে ১৫০ ডলার দান করতে গিয়ে ভুলে ১৫,০০০ ডলার দান করার বিষয় উল্লেখ করা হলেও দেশীয় গণমাধ্যমে ১৫,০০০ হাজার ১৫০০ ডলার হিসেবে প্রচার করা হয়। 

সুতরাং, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাইকেল নামক এক ব্যক্তি কর্তৃক এক বাংলাদেশি সংস্থাকে ১৫০ ডলারের পরিবর্তে ভুলে ১৫,০০০ ডলার দান করার দাবিকে ১৫০ ডলারের পরিবর্তে ভুলে ১৫০০ ডলার দান করা হয়েছে দাবিতে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img