১১ নয়, নাইজেরিয়ায় আমিনু ডানমালিকি ২১ বছর বয়সী নারীকে বিয়ে করেছেন

সম্প্রতি, “নাইজেরিয়ায় ৫৬ বছরের বৃদ্ধ কানো আলহাজী ১১ বছরের এক নাবালিকাকে বিয়ে করেছেন রমজানের আগে।” শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

Screenshot source: Facebook 

উক্ত দাবিতে কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে টিকটকের কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নাইজেরিয়ায় ৫৬ বছরের বৃদ্ধ কানো আলহাজী ১১ বছর বয়সী নাবালিকাকে বিয়ে করেননি বরং আমিনু ডানমালিকি নামের উক্ত ব্যক্তি ২১ বছরের এক নারীকে বিয়ে করেছেন।

এ বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চের মাধ্যমে নাইজেরিয়ার সংবাদমাধ্যম ‘Daily Post Nigeria’ এর ওয়েবসাইটে গত ২২ মার্চ My wife is 21 – Kano man accused of marrying minor speaks শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় যেখানে বলা হয় নাইজেরিয়ার কানো শহরের ৬০ বছর বয়সী আমিনু ডানমালিকি ২১ বছরের সখিনা নামক নারীকে বিয়ে করেছেন। তারা একে অন্যকে ভালোবাসেন এবং এই বিয়ের জন্য সখিনাকে জোরাজুরিও করা হয়নি৷ 

Screenshot source: Daily Post Nigeria

উক্ত প্রতিবেদনে আমিনু ডানমালিকির এই প্রসঙ্গে করা একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট যুক্ত করা হয়েছে। 
পরবর্তীতে গত ২২ মার্চ ফেসবুকে প্রকাশিত আমিনু ডানমালিকির আলোচিত পোস্টটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়, যেখানে একই তথ্য উল্লেখ পাওয়া যায়।

Screenshot source: Facebook

মূলত, সম্প্রতি কানো আলহাজী নামে নাইজেরিয়ার ৫৬ বছর বয়সী এক ব্যক্তি ১১ বছরের এক নাবালিকাকে বিয়ে করেছেন শীর্ষক দাবি ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু অনুসন্ধানে জানা যায়, উক্ত ব্যক্তির প্রকৃত নাম আমিনু ডানমালিকি। তার বয়স ৬০ বছর। তার স্ত্রীর বয়স ২১ বছর। তারা দুইজন পরস্পর ভালোবেসেই বিয়ে করেছেন বলে জানিয়েছেন তিনি। 

সুতরাং, নাইজেরিয়ায় ৫৬ বছরের বৃদ্ধ কানো আলহাজী ১১ বছর বয়সী নাবালিকাকে বিয়ে করেছেন দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img