বন্যার পানিতে মন্দির তলিয়ে যাওয়ার দৃশ্যটি ভারতের,  বাংলাদেশের নয়

সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে। 

এরই প্রেক্ষিতে বন্যার পানিতে মন্দির ভাঙার একটি ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে।

পানিতে মন্দির

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বন্যার পানিতে মন্দির তলিয়ে যাওয়ার এই দৃশ্যটি বাংলাদেশের নয় বরং, দৃশ্যটি ভারতে হিমাচলের।

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে “Veere the journey” নামক একটি ইউটিউব চ্যানেলে গত ১১ আগস্ট হিন্দি ভাষার ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

Video Comparison By Rumor Scanner 

এছাড়া, ব্রিটিশ গণমাধ্যম News Flare এর ওয়েবসাইটে গত ০১ আগস্ট একই ভিডিও যুক্ত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, পানির স্রোতে মন্দির ভাঙার দৃশ্যটি ভারতের হিমাচল প্রদেশের। 

সুতরাং, ভারতের হিমাচল প্রদেশে বন্যার পানির স্রোতে মন্দির তলিয়ে যাওয়ার দৃশ্যকে বাংলাদেশের চলমান বন্যার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img